গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আগামী ২ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জিইএএ) ২০২৪-২৬-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
৮১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯৮৭ সালের মাস্টার্স ব্যাচের শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত অধ্যাপক মল্লিক গোলাম রসূল, সাধারণ সম্পাদক হয়েছেন ১৯৯৬ সালের মাস্টার্স ব্যাচের শিক্ষার্থী সহযোগী অধ্যাপক মু. আবু জাফর এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ২০১২ সালের মাস্টার্স ব্যাচের শিক্ষার্থী সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান।
এছাড়াও সহ সভাপতি পদে মো. আব্দুল্লাহ আল কাউসারসহ ১০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলামসহ ১২ জন এবং কোষাধ্যক্ষ পদে জান্নাতুল বাকী নির্বাচিত হয়েছেন।