মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে স্কলাসটিকা। এ উপলক্ষে স্কলাসটিকার বিভিন্ন শাখায় নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বইমেলা, আলোচনা সভা, নাচ-গান-আবৃত্তি ও পুরস্কার বিরতণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তরা সিনিয়ার শাখায় স্কুলপ্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে শিক্ষার্থীদের পুষ্পস্তবক অপর্ণসহ তিন দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য, আবৃত্তি ও সমবেত সংগীতের আয়োজন করা হয়। পরে অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ স্কুলের ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মিরপুর শাখার প্রভাত ফেরিতে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মকর্তার অংশ নেন। এছাড়াও দুদিনের বইমেলার আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ-গান পরিবেশন করে। শেষে হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ধানমন্ডি জুনিয়র শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক নাজিয়া জাবীন। তিনি কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে ক্ষুদে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অপরদিকে গুলশান শাখার অনুষ্ঠানে সাহিত্যিক খন্দকার স্বনন শাহরিয়ার ও বনানী শাখায় দীপু মাহমুদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কলাসটিকার উত্তরা জুনিয়র শাখায়ও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন শাখায় আয়োজিত বইমেলার প্রথমা, পাঞ্জেরী, সাহিত্য প্রকাশ ও ইগনাইটসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নেয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়। শিক্ষার্থী ও কর্মকর্তাসহ বিপুল সংখ্যক অভিভাবক এসব অনুষ্ঠানে অংশ নেন।