X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বৃষ্টি থেমেছে, প্রস্তুত হচ্ছে উইকেট

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১২ অক্টোবর ২০১৬, ১২:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৩:২০

কাভার সরানো হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রামে গত তিনদিন ধরেই বৃষ্টি হচ্ছে। ফলে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচটি ভেসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিন দুপুরের বেশ আগেই চট্টগ্রাম থেকে বৃষ্টি থেমে যাওয়ায় স্বস্তির হাওয়া বইতে থাকে গ্রাউন্ডস কমিটির মধ্যে। মাঠে গিয়ে একবার কাভার সরিয়ে পিচের পরিচর্যাও শুরু করেন মাঠকর্মীরা। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় উইকেট আবারও ঢেকে ফেলা হয়। সেই অস্বস্তির বৃষ্টি আবারও থেমেছে মিনিট দুপুর সোয়া একটার দিকে। তবে পতেঙ্গার আবহাওয়া অফিস জানিয়েছে, এমন পরিস্থিতি চলতে পারে দিনভর। তাই খেলা পাগল দর্শকদের অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই।

এদিকে, এ মুহুর্তে বৃষ্টি না থাকলেও চট্টগ্রামের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া স্টেডিয়ামটি সাগর পাড়ে হওয়ায় প্রচণ্ড বাতাস বইছে পুরো এলাকা জুড়ে।

গত তিনদিন ধরে টানা বৃষ্টি থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথাযথভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে উইকেট থেকে কাভার সরানো হয়েছে। গ্রাউন্ডস কর্মীরা মাঠ খেলার উপযোগী করতে বিরামহীন পরিশ্রম করছেন।
তবে সবকিছু ঠিক থাকলে বুধবার দুপুর আড়াইটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি। দুই দলই ২২ গজের লড়াইয়ে নামতে উন্মুখ হয়ে আছে।
বৃষ্টির কারণে টস এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ম্যাচে একজন পেসার কমিয়ে বাঁহাতি স্পিনার তাইজুলকে খেলানো হতে পারে। এছাড়া মোসাদ্দেককে বসিয়ে রেখে সৌম্যকে সুযোগ দেওয়া হতে পারে ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচটিতে।

দ্বিতীয় ওয়ানডেতে দুই দলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর খেলোয়াড়দের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। তবে দুই দলেরই প্রত্যাশা, মাঠের বাইরের ইস্যুগুলো বাদ দিয়ে ২২ গজে সেরা ক্রিকেট খেলেই জয় তুলে নেবে যোগ্য দল।


/আরআই/এসটি/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ