X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আবারও বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৫:২৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:১২

এবারো বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের মতো পঞ্চম আসরেও একই স্পন্সরকে পেয়েছে বিসিবি। আবারও টাইটেল স্পন্সর হয়েছে আবুল খায়ের গ্রুপের বিজনেস ইউনিট আবুল খায়ের স্টিল(একেএস)। মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি। ফলে এবারের বিপিএল-২০১৭ টুর্নামেন্টের টাইটেল হবে ‘একেএস বিপিএল পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট’।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এবারের আসর শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে সাতটি দল অংশ নেবে। এগুলো হলো- ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর-ব্র্যান্ড মার্কেটিং নওশাদ করিম চৌধুরী, মাত্রার পক্ষ থেকে ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং কে স্পোর্টসের সিইও ফাহাদ এম এ করিম।

বিসিবির প্রধান নির্বাহী আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন, ‘বিপিএলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ। চতুর্থ আসরের মতো এই আসরেও তারা আমাদের সঙ্গে আছেন। আশা করি সবার সহযোগিতায় বিপিএলের সফল আয়োজন সম্পন্ন করতে পারব।’

এদিকে আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর-ব্র্যান্ড মার্কেটিং নওশাদ করিম চৌধুরী বিপিএলের সফলতা কামনা করে বলেন, ‘আশা করি গতবারের চেয়ে এবারের বিপিএল আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিপিএলে আমাদের সফলতা তখনই হবে, যখন এখান থেকে আমরা ভালো কিছু খেলোয়াড় পাবো।’

পঞ্চম আসরে তিনটি ভেন্যুতে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর সিলেটে খেলা চলবে। এরপর ১১ থেকে ২১ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরের পর্যায়। ২৪ থেকে ২৯ নভেম্বর বিপিএল চলবে চট্টগ্রামে। ২ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে খেলা।

বিশ্রামের দিন ছাড়া প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। শুক্রবার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে দিনের খেলা ২টায় এবং রাতের খেলা শুরু হবে ৭টায়।

৮ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার। আর ১২ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পঞ্চম আসরের। ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ