X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সুস্থ হতে অস্ত্রোপচার লাগবে নাসিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৬:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৬:৫৬

চোটের পর এভাবেই চলছেন নাসির সিরাজগঞ্জে বন্ধুর বিয়েতে গিয়েছিলেন নাসির হোসেন।  সেখানেই ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।  চোট এমনই গুরুতর যে কমপক্ষে ৬ মাসের জন্যে মাঠের বাইরে চলে গেছেন এই অলরাউন্ডার! চোট সারাতে চিকিৎসকের ছুরির নিচেই যেতে হবে তাকে।

এমন যে হবে- সেই আশঙ্কা গতকাল প্রকাশ করেছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  সোমবার বিকালে নাসিরের হাঁটুর এমআরআই করা হয়েছে। মঙ্গলবার এমআরআই রিপোর্ট হাতে পেয়ে বিসিবির এই চিকিৎসক নাসিরের অস্ত্রোপচার লাগবে বলেই জানান, ‘এমআরআই রিপোর্ট দেখে আমরা নিশ্চিত হতে পেরেছি নাসিরের এসিএল (লিগামেন্ট) পুরোপুরি ছিঁড়ে গেছে। ওর হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, জানার চেষ্টা করছি কোথায় সার্জারি করালে ভালো হবে।'

কোথায় সার্জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সার্জারির জন্য অ্যাপয়েনমেন্ট নেওয়ার চেষ্টা করছি। দেশেও ভালো চিকিৎসা হচ্ছে কিন্তু আমরা সাধারণত অস্ট্রেলিয়া কিংবা থাইল্যান্ডে পাঠিয়ে থাকি।'

দেবাশীষ চৌধুরী মনে করেন নাসিরের দ্রুততম সময়ের মধ্যেই সার্জারি করা উচিত, 'সার্জারি দ্রুত করাতে পারলে ভালো। তবে এটি গুরুতর অপারেশন না। সে কয়েকদিন বিশ্রামে থাকবে। আমরা যদি বাইরে পাঠাই; তাহলে ভিসা প্রসেস করতে কয়েদিন সময় তো লাগবেই।'

দ্রুত অপারেশন করলেও মাঠে ফিরতে ফিরতে ৬ মাস লেগে যাবে নাসিরের-এমনটি জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, 'অপারেশন সম্পন্নের পর ৬ মাসের মতো সময় লাগবে খেলায় ফিরতে।'

সার্জারি হওয়ার পর খেলায় ফিরতে সমস্যা হবে না নাসিরের। এই ধরনের ইনজুরিতে মাশরাফিও পড়েছিলেন বলে জানালেন দেবাশীষ চৌধুরী, 'হকি, বাস্কেটবল, ফুটবল খেলোয়াড়দের এসিএল ইজুরিতে পড়ার শঙ্কা বেশি থাকে। অনেকেই পড়েছে এবং তারা আবার খেলায় ফিরেছে। ভালো অপারেশন হলে আবার ফিরে আসতে পারে। মাশরাফির পর জাতীয় দলে এসিএল ইনজুরি নেই।  ঘরোয়া ক্রিকেটে ১০-১২ জনের এমন অপারেশন হয়েছে, যারা সবাই খেলায় ফিরে এসেছে।'

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ