X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাজিল বাড়িতে উৎসব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৮, ২২:৩৩আপডেট : ২২ জুন ২০১৮, ২২:৪৯

ব্রাজিল বাড়িতে উপস্থিত হন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়ির’ কথা অজানা নয় কারো। এর খবর পৌঁছে গেছে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূতের কাছেও। তাইতো আবেগ আর রুখতে পারেননি। শুক্রবার উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরের এই বাড়িটিতে। উপলক্ষ সেখানে বসেই ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ উপভোগ করবেন।

ব্রাজিলীয় আবহ পাবেন বলে এমনটি করেছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। তাতে বিমুখ হয়ে ফেরেননি। ইনজুরি সময়ের গোলে পুরো ব্রাজিল বাড়ির সঙ্গে উল্লাসে মেতেছেন। ভেসেছেন আবেগের স্রোতে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরের বাড়িটি পরিদর্শনে আসেন রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। দুপুরে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করেন। তার সঙ্গে ছিলেন ব্রাজিলীয় সংবাদ মাধ্যম গ্লোব টিভির তিন সাংবাদিক। বিকালে খেলা শুরুর আগে বাংলাদেশ ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সংবর্ধনাও দেওয়া হয়।

তার আগমনকে কেন্দ্র করে পুরো লালপুরই উৎসবের নগরীতে পরিণত হয়। সকাল থেকে ব্রাজিল বাড়ি দেখতে ভিড় জমায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভক্তরা। ব্রাজিল বাড়ির সামনে বাংলাদেশ ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও করা হয়। সেখানে কয়েক হাজার দর্শক একসঙ্গে খেলা দেখেন।

উল্লাসের একটি মুহূর্ত। ম্যাচটি অপেক্ষার প্রহর ছিল দীর্ঘ। অনেকক্ষণ গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না ব্রাজিল। যদিও ইনজুরি টাইমে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে শেষ দিকে ঠিকই বিজয় উল্লাসে ফেটে পড়েছেন উপস্থিত ব্রাজিল ভক্ত ও দর্শকরা। তাদের উল্লাসে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্টদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র। তিনি নিচে নেমে এসে ভক্ত সমর্থকদের সঙ্গে আনন্দ উল্লাস করেন।

খেলায় বিজয়ী হয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত আবেগ মথিত কণ্ঠেই বলেন, ‘আজকের দিনটিতে আমার মনে হয়নি দেশের বাইরে আছি। মনে হয়েছে আমি ব্রাজিলে অবস্থান করেই খেলা দেখছি। আজকের খেলায় ব্রাজিলের বিজয় ব্রাজিলকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’

ব্রাজিল বাড়িতে খেলা দেখে প্রশংসায় পঞ্চমুখ এই রাষ্ট্রদূত বললেন, ‘ব্রাজিল বাড়ি হচ্ছে বাংলাদেশের বুকে এক টুকরো ব্রাজিল। আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে। আর্জেন্টিনা হারাতে আমি কষ্ট পেয়েছে। কারণ আর্জেন্টিনা আমাদের পাশ্ববর্তী দেশ। তবে ব্রাজিলের জয়ে আমি খুব খুব উল্লসিত হয়েছি।’

কেক কেটে ব্রাজিলের জয় উদযাপন করা হয়। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় ব্রাজিল ফুটবল সমর্থকদের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। উপস্থিত অধিকাংশের পরনে ছিল ব্রাজিলের পোশাক, কেউ গালে ঠোঁটে এঁকেছেন ব্রাজিলের পতাকা।
ব্রাজিলের বিজয়ের পর কেক কেটে বিজয় উৎসব করেন ব্রাজিল বাড়িতে উপস্থিত ভক্তরা।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় রিমালভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান