X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাফে খেলবেন বলেই এশিয়ান গেমসে নেই মামুনুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৮:৫০আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:৫৯

মামুনুল ইসলাম। সাবেক অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের রূপ-রেখা অনুযায়ী কাজ করছেন বর্তমান কোচ জেমি ডে। সেই কৌশলের বাস্তবায়নে এশিয়ান গেমসের দলে রাখা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

বর্তমানে দলটি অবস্থান করছে কাতারে। এই দল থেকে এশিয়ান গেমস ও সাফ ফুটবলের স্কোয়াড ভাগ করবেন জেমি ডে। তাতে অংশ নিয়েছেন সিনিয়র ও জুনিয়র মিলে ২৮ জন খেলোয়াড়। এশিয়ান গেমসের জন্য আগে থেকেই ৬ জন সিনিয়র খেলোয়াড় চূড়ান্ত করা আছে। তাতে জাতীয় দলের সদ্য সাবেক অধিনায়ক মামুনুল ইসলামকে রাখা হয়নি। তাকে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফে খেলানোর চিন্তা কোচের।

আগামী আগস্টে ইন্দোনেয়িশায় অনুষ্ঠেয় এশিয়াডে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড, কাতার ও উজবেকিস্তান। অনূর্ধ্ব-২৩ বয়সীদের এই আসরে তিনজন সিনিয়র খেলোয়াড় খেলানোর সুযোগ আছে। আগে থেকে গোলকিপার আশরাফুল রানা ও সোহেল, ডিফেন্ডার তপু বর্মণ ও নাসিরউদ্দীন, মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের নাম নিবন্ধন ছিল। তবে এদের মাঝে পারফরম্যান্সের কারণে রানা, তপু ও জামাল ভূঁইয়ার খেলা প্রায় নিশ্চিত।

অথচ ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনের এশিয়াডে মামুনুলের দুর্দান্ত গোলেই আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। যদিও এই মিডফিল্ডারের পারফরম্যান্স উঠা-নামার মধ্যে আছে। জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে এই প্রসঙ্গে জানান, ‘তিনজন সিনিয়র খেলোয়াড় এশিয়াডে খেলার সুযোগ পাবে। ওর্ডের দেওয়া তালিকায় আগে থেকেই মামুনুলের নাম নেই। তাকে সাফের জন্য বিবেচনায় রাখা হচ্ছে। রানা, তপু ও জামাল সিনিয়র কোটায় খেলবেন। তবে অন্য তিনজনের সামনেও খেলার সুযোগ আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ