টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে থাকছেন না মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ফিরেছেন ওয়ানডেতে হাঁটুর চোটে ছিটকে যাওয়া মারলন স্যামুয়েলস।ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কট্রেল।
ওয়ানডে সিরিজে ফর্মে ছিলেন বাঁহাতি গেইল। সিরিজে মোট রান করেছেন ১৪২। শেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের আশা জাগানিয়া ইনিংস খেললেও শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডে তারা হেরে গেছে ১৮ রানে। তাতে বাংলাদেশ সিরিজ জেতে ২-১-এ। স্কোয়াডে জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় শঙ্কা ছিল তার খেলা নিয়ে। টি-টোয়েন্টিতে ডাক পাওয়ায় তার চোট নিয়ে আর সংশয় রইলো না।
স্কোয়াডে বাঁহাতি পেসার কট্রেলকে নেওয়ার যৌক্তিকতায় প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন জানান, ‘ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছি। তবে কট্রেলের বোলিংয়ে বৈচিত্র্য থাকায় তাকে নেওয়া হয়েছে।’ কট্রেল সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো খেলার পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টে ছিলেন শীর্ষ উইকেট শিকারি। ৮ ম্যাচে তার শিকার ছিল ১৬টি উইকেট।
এই স্কোয়াড বিশ্ব একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা স্কোয়াডের অনুরূপ। ম্যাচটি ক্যারিবীয়রা জেতে ৭২ রানে।
আগামী ১ আগস্ট সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
টি-টোয়েন্টি স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কট্রেল, অ্যান্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলন, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।