X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আফগান লিগে জাজাইর ৬ বলে ৬ ছক্কা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১৩:২৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৫

গেইলের সঙ্গে জাজাই। আফগানিস্তান প্রিমিয়ার লিগে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন হজরতউল্লাহ জাজাই। উদ্বোধনী আসরে লিগটাকে জমিয়ে তুলেছেন এক ওভারে। এক ওভারে ৬ ছক্কা মেরে নাম লিখিয়েছেন ইতিহাসে। আফগানদের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার তো এখন তিনিই। আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেই সংখ্যাটাও খুব নগন্য। জাজাইসহ ৬জন করে দেখাতে পেরেছেন এমন বিধ্বংসী কীর্তি।

সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড আছে স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং ও রস হুইটলির। টি-টোয়েন্টিতে জাজাইয়ের অবস্থান অবশ্য তৃতীয়।

জাজাই এমন কীর্তিটা করে দেখিয়েছেন টি-টোয়েন্টির আরেক বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের সামনেই। আর সেটা করে দেখান ক্রিস গেইলের ৪৮ বলে ৮০ রানের বিধ্বংসী এক ইনিংসের পর। ১০টি ছক্কার সেই ইনিংসে ভর করে বলখ লিজেন্ডস দাঁড় করায় ৬ উইকেটে ২৪৪ রান।জবাবে কাবুলের হয়ে খেলতে নামা জাজাই ১৭ বলে ৬২ রানের ঝড় বইয়ে দেন। আব্দুল্লাহ মাজারির ওভারকে বেছে নেন তখন। তবে এমন ঝড়ের পরেও চওড়া হাসি নিয়ে বের হতে পারেনি তার দল। তারা হেরে গেছে ২১ রানে।

হার সঙ্গী হয়েছে কাবুলের তবে ক্রিস গেইল আর যুবরাজ সিংয়ের দ্রুততম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন আফগান এই ক্রিকেটার। ১২তম বলে হাফসেঞ্চুরিতে পৌঁছান টানা পঞ্চম ছক্কা মেরে।

প্রতিপক্ষের ক্রিকেটার ক্রিস গেইলকেই এতদিন আইডল মেনেছেন জাজাই। তাই আইডলের সামনে এমন কীর্তি করতে পারার মুহূর্তটাকে তার কাছে মনে হচ্ছে পরাবাস্তব। ম্যাচের পর তার অনুভূতি, ‘অনুভূতিটা পুরোপুরি পরাবাস্তব। কারণ আমি আমার আইডলের সামনেই পারফর্ম করছি। আমি শুধু নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি। কাউকে ম্লান করে দেওয়ার উদ্দেশ্যে নয়।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ