X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:১২

প্রথম পাওয়ার প্লেতেই বিদায় নেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করে তারা সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৯ রান।

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে শুরুতে সমৃদ্ধ স্কোর বোর্ড গড়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যদিও বিবর্ণ শুরুতে খুব বেশি সমৃদ্ধ হয়নি রানের পুঁজি। প্রথম পাওয়ার প্লেতেই বিদায় নেন ৪ ব্যাটসম্যান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতে ওশানে থমাসের ওভারে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন ওপেনার তামিম ইকবাল। মিড অফে ঠিকমতো নাগাল না পাওয়ায় হাতে বল জমাতে পারেননি কার্লোস ব্র্যাথয়েট। কট্রেলের পরের ওভারে অবশ্য আর থিতু হননি তামিম। শর্ট বলে পুল করতে গেলে বল টপ এজ হয়ে সেই মিড অফেই জমা পড়েন ব্র্যাথওয়েটের হাতে। তামিম ফেরেন ৫ রান করে।

পরের ওভারে এই শর্ট বলেই বিপদ ডেকে আনেন আরেক ওপেনার লিটন দাস। এবার থমাসের বলে এগিয়ে এসে পুল করতে গিয়ে ঠিক একই জায়গায় ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। বিদায় নেন ৬ রানে। পরে নামা সৌম্য সরকারও ছিলেন তামিম-লিটনদের অনুসারী। মেরে খেলার নেশায় সেই শর্ট বলেই ধরাশায়ী হন কট্রেলের বলে। পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। টপ এজ হলে মিড উইকেটে ক্যাচ নেন পাওয়েল। সৌম্য বিদায় নেন মাত্র ৫ রান করে।   

দ্রুত তিন ব্যাটসম্যান ফিরলেও রানের চাকা সচল ছিলো বাংলাদেশের। তবে উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতায় বিপদ আরও বাড়িয়ে যান মুশফিকুর রহিম। দলীয় ৪৮ রানে পয়েন্টে বল ঠেলে দৌড় দিলেও মাঝপথে দ্বিধায় ছিলেন সিঙ্গেল নিতে গিয়ে। আর সেই দ্বিধাই কাল হয়ে দাঁড়ায়। সরাসরি থ্রোতে তাকে রান আউট করে দেন রোভম্যান পাওয়েল।  

প্রথম পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট পড়ে যাওয়ার পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব। ২৫ রান আসা এই ‍জুটি ভাঙে মাহমুদউল্লাহ খোঁচা মারতে গেলে। ১১তম ওভারে কট্রেলের বল খোঁচা মারতে গেলে ক্যাচ লুফে নেন কিপার। শুরুতে আম্পায়ার আউট দিলেও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিলেন। সেখান থেকেও মেলেনি কোনও সুসংবাদ। অপর প্রান্ত আগলে খেলতে থাকেন সাকিব। আরিফুল নামলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। কিছু বাউন্ডারি মারলেও ক্যারিবীয়দের নিয়ন্ত্রত বোলিং আর ফিল্ডিংয়ে রান আসছিলো না স্কোর বোর্ডে। তেমন পরিস্থিতিতে অ্যালেনের বলে সুইপ করতে গিয়ে সরাসরি ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলে দেন আরিফুল।। বিদায় নেন ১৭ রান করে। সাকিবকে অবশ্য রুখতে পারেনি ক্যারিবীয় বোলাররা। চাহিদা মতো রান তুলতে থাকেন অপরপ্রান্ত আগলে। তুলে নেন অষ্টম হাফসেঞ্চুরি। তার হাফ সেঞ্চুরির পর নতুন নামা সাইফ বড় শট খেলতে গিয়ে বিদায় নেন ১ রানে।

যোগ্য সঙ্গী না পেলেও একাই ব্যাট চালিয়ে খেলতে গিয়ে ১৮তম ওভারে বিদায় নেন সাকিব। ৪৩ বলে ৬১ করে ফেলা সাকিব কট্রেলের শর্ট বলে উঠিয়ে মেরে তার হাতেই তালুবন্দী হন। তার ইনিংসে ছিলো ৮টি চার ও ২টি ছয়। সাকিবের বিদায়ের পর স্কোর বোর্ডে রান তুলতে পারেননি বাকিরা। মিরাজ থাকলেও ৮ রান করে বিদায় নেন কিমো পলের ওভারে। মোস্তাফিজ নামলে ১৯তম ওভারের শেষ বলে তাকে কিমো পল বোল্ড করলে বাংলাদেশের ইনিংসের ইতি ঘটে ১২৯ রানে।  

২৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন শেলডন কট্রেল। ২টি নেন কিমো পল। একটি করে নেন থমাস, ব্র্যাথওয়েট ও অ্যালেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার