X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৯:১৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৮

রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর বাকি একটি দিন। তার আগে ঢাকঢোল পিটিয়ে নতুন আসরে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে রাজশাহী কিংস। বৃহস্পতিবার দলের জার্সি উন্মোচনের কাজটিও সেরে রেখেছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে মিরাজের ডেপুটি হিসেবে থাকবেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

জাতীয় দলের হয়ে গত বছরটা  ব্যাট আর বলে দারুণ গেছে রাজশাহী কিংসের এই তারকার। ১৪ টেস্টে বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। ১৫ ওয়ানডেতে নেন ১৮টি, সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি। ১০ টি-টোয়েন্টিতে নিয়েছেন মাত্র ২টি উইকেট।

এ নিয়ে তৃতীয় বারের মতো রাজশাহী কিংসে খেলছেন মিরাজ। তৃতীয় মৌসুমে নেতৃত্বের ভার পেয়ে তাই গর্ববোধ করছেন তিনি, ‘কিংসে এটা আমার তৃতীয় মৌসুম। তাই আনন্দটা অন্যরকম, অধিনায়ক হতে পেরে তো আরও গর্বিত। আশা করছি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’

গর্বিত হওয়ারই কথা কারণ বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাই রাজশাহী কিংসের হয়ে অধিনায়কত্ব করার সুযোগটাকে অনেক বড় করে দেখছেন, ‘বড় একটা সুযোগ। এত বড় জায়গায় আগে অধিনায়কত্ব করা হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার অধিনায়কত্ব করেছি। বিপিএলে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকে, তাই বড় একটি অভিজ্ঞতা হবে। আগের অভিজ্ঞতা আশা করি কাজে লাগবে।’

রাজশাহীতে মেন্টরের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। ২০১৬-১৭ মৌসুমে তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থেকেছে রাজশাহী।

বিদেশি ক্রিকেটারদের মাঝে রাজশাহী কিংসে আছেন কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জোঙ্কার, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, সেক্কুগে প্রসন্ন ও মোহাম্মদ হাফিজ। দেশি তারকাদের মাঝে আরও আছেন মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
মাঠে ফিরেই হাল্যান্ডের গোলে জিতলো ম্যানসিটি
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
জাতীয় দল রেখে ঢাকা লিগে সাকিবের খেলার ব্যাখ্যা দিলেন নির্বাচক
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে