X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ল্যাঙ্গারের ‘রেড হট ফেভারিট’ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৯, ১৬:৩২আপডেট : ১৯ মে ২০১৯, ১৬:৩৭

অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। ওয়ানডে বিশ্বকাপটা এখনও জেতা হয়নি ইংল্যান্ডের। সেই আক্ষেপ ঘোচাতে এবার ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজক তারা। তার ওপর এখন ওয়ানডে র‌্যাংকিংয়েরও সেরা দল। এই দলটাকে তাই বিশ্বকাপের ‘রেড হট ফেভারিট’ মনে হচ্ছে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিংই এর প্রমাণ। ল্যাঙ্গারও তা আলাদা করে তুলে আনলেন তার কথায়, ‘ওরা দারুণ ক্রিকেট খেলছে। তাই নয় কি? ওরা সত্যিকার অর্থেই এবারের বিশ্বকাপে রেড হট ফেভারিট। ওরা নিজেদের মাঠেই এবারের বিশ্বকাপ খেলবে। ওরা যেভাবে খেলছে তাতে এক নম্বর দল হওয়ার ক্ষেত্রে ওরা যোগ্যতর।’

অবশ্য এমন সফলতা এমনি এমনি আসেনি। ২০১৫ বিশ্বকাপে ব্যর্থতার পরই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ওয়ানডে ফরম্যাটে সেই ফর্ম চোখে পড়ার মতো। বিশেষ করে তাদের ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনার কারণে আগ্রাসী মনোভাবকেই এখন সবার সমীহ। তবে অস্ট্রেলিয়ারও নিজেদের কিছু কৌশল আছে। ল্যাঙ্গার মনে করেন তারা ইংল্যান্ডকে সামাল দিতে অনুসরণ করবেন সেই কৌশল, ‘এসব কিছু ১২ মাস ধরেই শুনে আসছি। তবে আমারও দেখিয়েছে আমরা যদি নিজেদের ফর্মুলাতেই টিকে থাকি তাহলে হয়তো কিছু সফলতা আসবে। বিষয়টা খুবই সাধারণ।’

বেশ কয়েক বছর ধরে ইংল্যান্ডের পিচ এখন ব্যাটিং বান্ধব। সম্প্রতি তা চোখেও পড়ছে প্রকটভাবে। এমনকি ২০১৮ সালে এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ওয়ানডের সর্বোচ্চ স্কোরটা গড়েছে ইংল্যান্ড- ৪৮১! ল্যাঙ্গার মনে করেন তার দল নিজেদের গেমপ্ল্যান মেনে চললে এমন স্কোর গড়া সম্ভব তাদের পক্ষেও, ‘আমাদের গেমপ্ল্যানটা কী এ নিয়ে নিজেরা খুব পরিষ্কার। সেটা আমরা ভারত ও পাকিস্তানের বিপক্ষে করে দেখিয়েছি। তাই সেটা অনুসরণ করতে পারলে ক্রিকেটে বড় স্কোর গড়ে আমারও জিততে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ