X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

শুরুটা জয়ে রাঙাতে চায় বসুন্ধরা কিংস

তানজীম আহমেদ,চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৯, ১০:৫১আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৩:৫৩

শুরুটা জয়ে রাঙাতে চায় বসুন্ধরা কিংস কীভাবে আক্রমণে উঠতে হবে, আবার ডিফেন্স আগলাতে হবে; তা আগের দিন অনুশীলনে দেখিয়ে দিচ্ছিলেন অস্কার ব্রুজন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফু্টবলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিটা ভালো করার দিকে জোর দিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরোয়া আসরে অভিষেকেই তিনটির মধ্যে দুটির শিরোপা ও একটিতে রানার্স আপ তারা। এবার প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিষেক হতে যাচ্ছে।সেখানেও শুরুটা জয় দিয়ে রাঙিয়ে নিতে চাইছে তারা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা এফসি। গতবার আই লিগে দলটি নবম হলেও জিতেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এই জয়ের পথে তারা হারিয়েছে কলকাতার দুই ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল-মোহনবাগানকে। তাই ভারতের দলকে সমীহ করছে বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সাবধানী মন্তব্য, ‘গোকুলাম এফসি ভালো দল। আমাদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ডুরান্ড কাপ জিতেছে, ইস্ট বেঙ্গল-মোহনবাগানকে হারিয়েছে। তাদের খেলার ধরণও ভিন্ন। তাদের আক্রমণভাগের সঙ্গে ডিফেন্স লাইনও ভালো।আমাদের সেভাবেই খেলতে হবে।’

শুধু প্রথম ম্যাচ নয়, ব্রুজনের লক্ষ্য আরও সামনের দিকে এগিয়ে চলা, ‘এটা শুধু একটি ম্যাচের প্রতিযোগিতা নয়।আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।প্রথম ম্যাচে ভালো করতে হবে। যেন ফাইনাল পর্বে জায়গা করে নেওয়া যায়।’

তবে ব্রুজন সব খেলোয়াড়কে নিয়ে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাননি। পাঁচ সপ্তাহ ধরে দলের অনুশীলন চললেও সবাইকে এক সঙ্গে পাওয়া যায়নি। বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের। তবে গতবারের চেয়ে এবারের দল যে আরও ভালো তা মানছেন এই স্প্যানিশ কোচ, ‘যদি গতবারের দলের চেয়ে এবারেরটা তুলনা করি, তাহলে বলবো আগের চেয়ে আরও ভালো দল হয়েছে। আমরা প্রতিটি প্রতিযোগিতায় ভালো করতে চাই। যদিও দলের সবাইকে এক সঙ্গে বেশিদিন পাইনি। তারপরেও ইতিবাচক খেলার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।’

জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ভাণ্ডারও কিংসের খারাপ নয়। রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কোলিনদ্রেস, কিরগিজস্থানের বখতিয়ার দুইশবেকভ, নাইজেরিয়ার এলিটা কিংসলে ও লেবাননের জালাল কুদহ রয়েছেন দলে। কুদহকে ঘিরে ব্রুজন বেশ আত্মবিশ্বাসী, ‘আমার দলে প্রতিটি বিদেশি খেলোয়াড়ই ভালো। কোলিনদ্রেস, বখতিয়ার ও কিংসলে গত মৌসুমে ভালো করেছে। তবে লেবাননের জালাল কুদহ একটু ব্যতিক্রম হতে পারে। এবারই প্রথম বাংলাদেশে খেলতে এসেছে। যদি সে ঠিকমতো পারফর্ম করতে পারে তাহলে সেরা স্ট্রাইকার হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘ধর্ষণের’ পর লোকলজ্জার ভয়ে কিশোরীর বিষপানে আত্মহত্যা
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
‘কার্গো ভিলেজের কোল্ডস্টোরেজ আরও বড় করা হবে’
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল