X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাসী ভারত

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ২১:১০আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:০৮

ওয়াশিংটন সুন্দর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা আটকে রাখতে ভূমিকা ছিল অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের। ২৫ রানের বিনিময়ে নিয়েছেন ১টি উইকেট। বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর ভারতের এই অফস্পিনার জানালেন, সিরিজ জিততে এখন আত্মবিশ্বাসী ভারত!

নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার। প্রথম ম্যাচ বাংলাদেশ ৭ উইকেটে জিতে গড়েছিল ইতিহাস। স্বাগতিক ভারত ৮ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে।

তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারক হয়ে থাকায় ওয়াশিংটন আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘একটি ম্যাচ হেরেছি, খুব কাছে গিয়ে। কিছু বিষয় উল্টো-পাল্টা না হলে সব কিছু আমাদের দিকেই যেত। তবে দ্বিতীয় ম্যাচ প্রত্যাশিতভাবে জিতেছি, আশা করছি নাগপুরেও এমন ট্র্যাক পাবো। নিশ্চিতভাবে সেই ম্যাচটি জিততে চাই আমরা।’

রাজকোটে টস হেরে ব্যাটিংয়ের শুরুটা করে বাংলাদেশ। দুই ওপেনারে সূচনাটাও ছিল দুর্দান্ত। ৬ ওভারে পাওয়ার প্লেতে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা পড়ে ৫৪ রান। তবে দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন বোলিংয়ে আসার পর তারা চেপে ধরেন বাংলাদেশকে। ফলে শুরুর সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি সফরকারীরা। ওয়াশিংটন নিজেদের মূল্যায়নে বললেন, ‘স্পিনারদের ভূমিকাই মুখ্য এখানে। শুরুতে মনে হয়েছিল ওরা ১৭০-১৮০ করে ফেলবে। কিন্তু ধীরে ধীরে আমরা রাশ টেনে ধরেছিলাম।’

ওয়াশিংটন সুন্দর তো দুর্দান্ত ছিলেনই, সবচেয়ে বেশি কার্যকরী ছিলেন যুজবেন্দ্র চাহাল। ১৩ ওভারে চাহাল তুলে নেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের উইকেট। ম্যাচের পর চাহালের প্রশংসা করলেন ওয়াশিংটন, ‘চাহাল এমন একজন যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাকে ওয়ানডেসহ টি-টোয়েন্টিতে বহুবার এমনটি করতে দেখেছি। মাঝের দিকে সে আসে, তখনই দুই-তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ