X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আজ জিততেই হবে বাংলাদেশকে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৪

ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। নেপালের এসএ গেমস ফুটবলের শুরুটা হতাশায় শুরু হয়েছে বাংলাদেশের। ভুটানের কাছে হেরে গেছে ১-০ গোলে। ২৬ ঘণ্টা বিরতি দিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে জেমি ডের শিষ্যদের। প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সোয়া পাঁচটায়।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানের কাছে বাংলাদেশের হেরে যাওয়াটা এক কথায় অপ্রত্যাশিত। ২০১৬ সালে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে এই ভুটানের কাছে হারতে হয়েছিল। তিন বছর পর এসএ গেমস আবার হার দেখলো লাল-সবুজ দলের প্রতিনিধিরা।

আজ মালদ্বীপের বিপক্ষে জিততে না পারলে বাংলাদেশের জন্য ফাইনালে উঠা কঠিন হয়ে পড়বে। দলের কোচ জেমি ডে সেটা ভালোই বুঝতে পারছেন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা যদি এই ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারি তাহলে আমাদের জন্য সামনের দিকে এগিয়ে চলা কঠিন হয়ে পড়বে। আমি মনে করি আমাদের নিজেদের পারফরম্যান্সের দিকে জোর দেওয়া উচিত। আজ ম্যাচ জিততে না পারলে হয়তো আমাদের তৃতীয় স্থানের জন্য লড়তে হতে পারে।’

ভুটানের বিপক্ষে বাংলাদেশ এলোমেলো ফুটবল খেলেছে। ভুলটা স্বীকার করলেন জেমি ডে, ‘ভুটান যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছে। তারা সুযোগ পেয়ে গোল করেছে। আমরা সুযোগ পেয়েও গোল করতে পারিনি। যেখানে যেমন সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটা হয়নি। মালদ্বীপের সঙ্গে অন্তত নিজেদের খেলাটা খেলতে হবে।’

লম্বা সময় ধরে খেলার কারণে জামাল-জীবনদের ক্লান্ত মনে হয়েছে। জেমি মনে করেন, ‘খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। দীর্ঘ সময় ধরে তারা খেলার মধ্যে আছে। আমি আগেই সেটা বলেছি। তবে যাই হোক না কেন, মালদ্বীপের বিপক্ষে জেতার মিশনে নামতে হবে। সব প্রতিকূলতা পেরিয়ে আমাদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ