X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হারের পর ডের কাঠগড়ায় ঘরোয়া ফুটবলের কাঠামো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ২০:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩৮

সংবাদ সম্মেলনে কথা বলছেন জেমি ডে। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন গোলে জিতলো বাংলাদেশ। জিতে আকাশে উড়ছিলেন সুফিল-সাদরা। ঠিক চারদিনের ব্যবধানে উল্টো ছবি। একই ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে চলে গেলো বুরুন্ডি। এটা কি অপ্রত্যাশিত ছিল? হয়তো, হয়তো বা না। কিন্তু মাঠের খেলার বাস্তবতা ছিল এটাই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন যে বাংলাদেশ কোচ জেমি ডে, তার কন্ঠে গোলের সুযোগ অপচয়ের আক্ষেপ,‘আমরা সুযোগ পেয়েও গোল করতে পারিনি। আর প্রতিপক্ষ যা-ই পেয়েছে তা থেকেই গোল করেছে। তিন গোল খাওয়াটা হতাশার।’

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ৯০ মিনিটে ম্যাচে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু সাদ-সুফিলরা তা গোলে রূপান্তরিত করতে পারেনি।

ডে তাই হতাশার কথাই বলে গেলেন,‘আমরা তো ভালোই খেলছিলাম। প্রথমার্ধে দুই গোল হজম করে গোল শোধ দেওয়ার সুযোগও পেয়েছিলাম। কিন্তু গোল মিসের কারণে ম্যাচে ফেরা হয়নি। এভাবে হলে তো ম্যাচ জেতা যায় না।’

প্রথমার্ধের শুরুর দিকে মতিন মিয়া হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে  মাঠের বাইরে চলে যান। বাংলাদেশের ইংলিশ কোচ এটিকে বড় করে দেখেননি,‘মতিন থাকলে হয়তো দলে প্রভাব পড়তো। সে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে দুই গোল করেছে। এই ম্যাচেও সুযোগ থাকতো। কিন্তু অন্যরা তো ছিল। এখন গোল না করতে পারলে কী করার আছে।’

ব্যর্থতার পর কাঠগড়ায় ওঠে এ দেশের ঘরোয়া ফুটবল। ডে আগেও এ নিয়ে বলেছেন, বুরুন্ডির কাছে তিন গোল খাওয়ার পর ডে আবারও উচ্চকণ্ঠ,‘ঘরোয়া ফুটবলে চার বিদেশি খেলে থাকে। আমি মনে করি দুইজন খেলা উচিত। তাহলেই স্থানীয় ফরোয়ার্ডদের মধ্যে গোল করার প্রবণতা বাড়বে। মানসিকতায় পরিবর্তন আসবে।’

বুরুন্ডির কোচ বিফুবুসা জসলিন ফাইনালে উঠে খুশি,‘বাংলাদেশ ভালো খেলেছে। তবে গোল করতে পারেনি। আমরা যা সুযোগ পেয়েছি তা থেকেই গোল করেছি। এখন ফাইনালে ভালো খেলে ট্রফি জিততে চাই।’

মরিশাসের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন, বাংলাদেশকেও ডোবালেন হ্যাটট্রিকে। মোট ৭ গোল হয়ে গেল বুরুন্ডির স্ট্রাইকার এনশিরিমিরিমানা জসপিনের। টুর্নামেন্টটাই না শেষ পর্য়ন্ত জসপিনের হয়ে যায়। তবে সে নিয়ে ভাবছেন না বুরুন্ডির স্ট্রাইকার। আপাতত তার উৎসব করার সময়। সংবাদ সম্মেলনে গলায় উচ্ছ্বাস ঢেলে বলে গেলেন,‘ আমরা সেরাটা দিয়ে খেলেছি। দেশের জন্য লড়াই করেছি। হ্যাটট্রিক করতে পেরে খুশি।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ