X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

লিগ পরিত্যক্ত হওয়ায় ফুটবলাররা হতাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ২১:৩৭আপডেট : ১৭ মে ২০২০, ২১:৪৪

লিগ পরিত্যক্ত হওয়ায় ফুটবলাররা হতাশ প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, চলমান মৌসুমের সব খেলাই বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন করোনা-পরিস্থিতির উন্নতি হলে নতুন মৌসুম শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে-অক্টোবরে। তবে বাফুফের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি ফুটবলাররা।

শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলকিপার আশরাফুল ইসলাম রানা ধারণা করেছিলেন, কোনোমতে হলেও লিগ ফের শুরু হবে। কিন্তু হঠাৎ করে লিগ পরিত্যক্ত ঘোষণা করা হলো। জাতীয় দলের এই গোলকিপার এতে হতাশ। বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘এটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের এখন ভবিষ্যত কী জানি না। আমাদের আরও একটু অপেক্ষা করলে হয়তো ভালো হতো। ক্লাব আর্থিকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেটাও দেখতাম। বাকি লিগ বিদেশি ফুটবলার ছাড়া চালিয়ে নেওয়া যেতো।’

লিগ বাতিল করলেও খেলোয়াড়দের চুক্তির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রানা এই চুক্তির ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত জানতে  চান,‘আমরা তো ক্লাবের হয়ে ৬ মাস কাজ করেছি। এখন তাহলে আমাদের চুক্তির বিষয় নিয়ে কী হবে। বিদেশিরা তো অনেকেই টাকা পেয়েছে। স্থানীয় খেলোয়াড়দের বিষয়ে কী হবে? সেটা নিয়ে পরিষ্কার করে সবকিছু বলা উচিত।’

বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ খেলা না-হওয়াটাকে কোনও অবস্থাতেই ইতিবাচকভাবে নিতে পারছেন না,‘ফিটনেস ধরে রাখাটা এখন কঠিন হয়ে দাঁড়াবে। খেলার মধ্যে না থাকলে তখন জাতীয় দলে এর প্রভাব পড়তে পারে। আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেবে। আমার মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করে প্রয়োজনে ক্লোজডোরে একটি মাঠে লিগের বাকি খেলা খেলানো যেতো। বুন্দেস লিগা তো শুরু হয়েছে। তাহলে আমরা পারবো না কেন?’

আবাহনী লিমিটেডের অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি ফয়সাল বলেছেন,‘মাসখানেক অপেক্ষা করে খেলাটা চালাতে পারলে ভালো হতো। এখন যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, আর কী বলবো। আমাদের চুক্তির বিষয় কী হবে? অনেকদিন ধরে বাসায় আছি। এভাবে হলে তো ফিটনেস ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান