X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আগস্টেই শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ?

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২০, ১৭:২৩আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:২৭

আগস্টেই শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ? করোনাভাইরাসের কারণে দেশের একমাত্র বিমানবন্দরটি শ্রীলঙ্কা সরকার ১ আগস্টের আগে খুলবে না। তারপরও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আগামী ৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এলপিএল আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

শ্রীলঙ্কা ক্রিকেট ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে। কিন্তু দেশের আন্তর্জাতিক সীমান্তই যদি বন্ধ থাকে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবে কীভাবে? বিমানবন্দর খোলা না-খোলার সিদ্ধান্তের ওপরই তাই  নির্ভর করছে এলপিএলের ভাগ্য।

‘আমরা আশা করছি মহামান্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে আলোচনায় একটা সিদ্ধান্ত আমরা পৌছাঁতে পারবো’- ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভাকে উদ্ধৃত করেছে এভাবে।

অ্যাশলি ডি সিলভার কথাতেই পরিষ্কার যে শ্রীলঙ্কা ক্রিকেট এই টি-টোয়েন্টি লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ চায়, ‘এই অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় করোনাভাইরাসের বিস্তার রোধে শ্রীলঙ্কা খুব ভালো করেছে। আর এ জন্যই আমরা খুব করে চাই এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়েরা অংশগ্রহণ করুক।’ শ্রীলঙ্কায় মাত্র ২০০০ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয় যাদের মধ্যে ১৭০০ জনই সুস্থ হয়ে গেছেন।

ফ্রাঞ্চাইজিভিত্তিক এলপিএলে পাঁচটি দল অংশ নেবে বলে আশা করা হচ্ছে। সেই ২০১৮ সাল থেকেই অবশ্য এলপিএল আয়োজনের তোড়জোড় চলছে যা এখনও পর্যন্ত আলোর মুখ দেখতে পায়নি। শ্রীলঙ্কা ক্রিকেট এখনও ফ্রাঞ্চাইজি মালিকানা নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলভুক্তির কাজটাও করতে বাকি। প্রতিটি দল সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে, যাদের মধ্যে একাদশে সুযোগ পাবে সর্বোচ্চ চারজন। এলপিএল কত লম্বা হবে সেটি এখনও ঠিক হয়নি। এটি নির্ভর করছে ভারতের আগস্টে প্রস্তাবিত শ্রীলঙ্কার সফরে ওপর। ‘এই মুহূর্তে আমরা ভাবছি ২৩ ম্যাচের লিগ হবে। কিন্তু ভারত আগস্টের সফরে রাজি হলে সম্ভবত লিগটা হয়ে যাবে ১৩ ম্যাচের’-বলেছেন ডি সিলভা।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি