X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আজমল বলছেন, একটা ম্যাচও জিতবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২০, ২৩:৩৩আপডেট : ১৩ জুলাই ২০২০, ২৩:৩৭

সাঈদ আজমল সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দলের কাছে চার নম্বরের পরাজয় ইংল্যান্ডের মাটিতে বসেই দেখেছে পাকিস্তান দল। ওয়েস্ট ইন্ডিজের এই জয় বাবর আজমদের জন্য অনুপ্রেরণাদায়ী। র‌্যাঙ্কিংয়ে উইন্ডিজের একধাপ ওপরে থেকে ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য অনুপ্রাণিত তারা হতেই পারে। কিন্তু পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল ভাবছেন অন্যরকম। তার সন্দেহ, পাকিস্তান একটি ম্যাচও জিতবে না, যদি জেতে সেটি হবে ‘মিরাকল’।

গত মাসেই ইংল্যান্ড চলে গেছে পাকিস্তান দল। ৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট ও তিন টি-২০ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজমল মনে করেন পাকিস্তান দলটি যেহেতু তারুণ্যে ভরা, সে কারণেই ইংল্যান্ডের মাটিতে তাদের পক্ষে কোনও ম্যাচ জেতা সম্ভব হবে না। ‘পাকিস্তান দলটিতে বেশিরভাগই তরুণ খেলোয়াড়। এ কারণেই ইংল্যান্ড সিরিজটি তাদের জন্য হবে কঠিন। পাকিস্তান যদি কোনও ম্যাচ জিততে পারে, আমি বলবো মিরাকল। একজন পাকিস্তানি হিসেবে আমি অবশ্য চাইবো পাকিস্তান সিরিজটিতে ভালো করুক’-এআরওয়াই স্পোর্টসকে রবিবার বলেছেন ৪২ বছর বয়সী সাবেক অফস্পিনার।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট। পরের দুটি টেস্ট হবে সাউদাম্পটনের এজিয়্যাস বোলে, যেখানে রবিবার জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডকে। ২৮ আগস্ট থেকে শুরু হয়ে তিনটি টি-২০ ম্যাচ হবে আবার ওল্ড ট্রাফোর্ডে।

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে সাত নম্বরে। মার্চ মাসে ক্রিকেটে করোনা-নির্বাসন আসার আগে তারা ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে টেস্ট সিরিজ (১-০), আর রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ব্যবধানে। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে, পাকিস্তান চারে।  

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল