X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফিফার বর্তমান সভাপতিকে বহিষ্কারের দাবি সাবেক সভাপতির

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১৮:১২আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৮:২১

সেপ ব্ল্যাটার ও জিয়ান্নি ইনফান্তিনো ১৯৯৮ সাল থেকে ২০১৫। দীর্ঘ ১৭ বছর ফিফা সাম্রাজ্যের অধিপতি ছিলেন সেপ ব্ল্যাটার। ঘুষ ও দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে বহিষ্কৃত এই সাবেক ফিফা সভাপতি এবার আওয়াজ তুললেন বহিষ্কার করা হোক তার উত্তরসূরি জিয়ান্নি ইনফান্তিনোকে। ব্ল্যাটার বর্তমান ফিফা সভাপতিকে বহিষ্কারের দাবি জানিয়েছেন, কারণ তার বিরুদ্ধে  ফৌজদারি তদন্ত শুরু হয়েছে সুইজারল্যান্ডে।

সুইস কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায় যে সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবারের সঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনোর সন্দেহজনক বৈঠকের কারণে দুজনের বিরুদ্ধেই ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি দেখছেন একজন বিশেষ কৌসুলি। লাউবার এবং ইনফান্তিনো দুজনই অবশ্য দাবি করেছেন যে কোনও অন্যায় কাজ তারা করেননি।

‘আমার কাছে বিষয়টি পরিষ্কার যে মি. ইনফান্তিনোর বিরুদ্ধে এখনই ফিফার এথিকস কমিটি অভিযোগ দায়ের করুক এবং তাকে বহিষ্কার করা হোক’-সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন ব্ল্যাটার।

৮৪ বছর বয়সী সাবেক ফিফা সভাপতি নিজেই বহিষ্কৃত হয়েছেন, পরে তার বিরুদ্ধে সুইজারল্যান্ডে ফৌজদারি তদন্ত শুরু হওয়ায় ফিফার নৈতিকতা কমিটি (এথিকস) তাকে ২০১৫ সালে নিষিদ্ধ ঘোষণা করে। ব্ল্যাটারের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি বলে এখনও অভিযোগ গঠিত হয়নি। তবে তার দাবি, কোনও অন্যায় তিনি করেননি।

ব্ল্যাটারের পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি নির্বাচিত হন ইতালিয়ান বংশোদ্ভুত সুইস নাগরিক ইনফান্তিনো। যিনি ছিলেন উয়েফার সাধারণ সম্পাদক। তিন বছরের মেয়াদ শেষে ২০১৯ সালের জুনে ফুটবলের বিশ্ব সংস্থাটির প্রধান পদে পুননির্বাচিত হন তিনি।

ফিফা সভাপতি পদে বসার কয়েক মাসের মধ্যেই ইনফান্তিনো ফিফা এথিকস কমিটির আতস কাচের নিচে পড়ে যান ৫০ বছর বয়সী ইনফান্তিনো।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা