X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘প্রথম’ ফাইনালের অপেক্ষায় পিএসজি-লিপজিগ

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ১৩:০৯আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৩:২৮

চ্যাম্পিয়নস লিগে প্রথমবার ফাইনাল নিশ্চিত করতে রাতে নামছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে আজ একে অপরের মুখোমুখি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ও আরবি লিপজিগ। দল দুটি আজ প্রতিপক্ষ হলেও তাদের মিল আছে একটি জায়গায়। কীভাবে? দুটি দলই যে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাতে পারেনি কখনো। তাই যেই জিতুক, ইতিহাসের পাতাটা নতুন করে লিখতে যাচ্ছে একটি দল। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। সরাসরি দেখাবে সনি টেন-২।

তবে দুটি দলেরই উত্থান ভিন্নভাবে।২০১০ সালের পর কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের পর থেকে ফ্রেঞ্চ লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে পিএসজি। অপর দিকে লিপজিগ জার্মান শীর্ষ লিগে নাম লিখিয়েছে ২০১৬ সালে। যাদের মালিক এনার্জি ড্রিংক প্রস্তুতকারী রেড বুলকে কে না চেনে। সেই দলটিই কিন্তু চ্যাম্পিয়নস লিগে দেখালো নিজেদের সেরাটাই। পিএসজি ২৫ বছর পর সেমিফাইনালে উঠলেও, ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে লিপজিগ।

স্বস্তির খবর যে এই ম্যাচের শুরুতে পুরোপুরি ফিট এমবাপ্পেকেই পাচ্ছে পিএসজি। গোড়ালির চোটের কারণে ভুগেছেন সপ্তাহের পুরোটা সময়। আতালান্তার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের দিনেও খেলেছেন বদলি হয়ে। তবে সেমিফাইনালে তাকে ৯০ মিনিট খেলানো হবে কিনা, এ নিয়ে সংশয় রেখে দিয়েছেন কোচ টুখেল, ‘অনুশীলনের পরই সিদ্ধান্ত নেবো তাকে পুরো ৯০ মিনিট খেলাবো কিনা।’ আরও সুখবর নিষেধাজ্ঞার খড়গ শেষে ফিরছেন দি মারিয়াও। তবে চোটের কারণে ছিটকে গেছেন পিএসজির অভিজ্ঞ গোলকিপার কেইলর নাভাস। তার বদলে খেলার কথা সার্জিও রিকোর।  

লিপজিগের কোচ জুলিয়ান নাগেলসমান এক সময় টুখেলের অধীনেই কাজ করেছেন। তবে তার শিষ্য হয়েও এই ম্যাচে কোন ছাড় দিতে চান না নাগেলসমান, ‘এমবাপ্পে, নেইমার কী করতে পারে, সেটা কেউ অনুমান করতে পারে না। তারা অসাধারণ খেলোয়াড়। তাদের রুখতে হলে আমাদের দল হিসেবেই খেলতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল