করোনা থেকে সুস্থ হয়েছেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফে সহসভাপতি বাদল রায়। এমন ভালো খবরের একদিন পরই মিললো আরেক সাবেক তারকা ফুটবলারের করোনা আক্রান্তের খবর। করোনা পজিটিভ হয়েছেন শেখ মোহাম্মদ আসলাম।
আপাতত জাতীয় দলের এই সাবেক এই স্ট্রাইকার ও বাফুফে সদস্য বাসাতে চিকিৎসাধীন আছেন। চলছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আসলাম ফেসবুক বার্তায় জানিয়েছেন তিনিসহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত, 'আমি, আমার স্ত্রী, ছোট মেয়ে, শাশুড়ি এবং কেয়ারটেকারসহ বাসার সবাই করোনায় আক্রান্ত হয়েছি এবং নিজ বাস-ভবনে চিকিৎসাধীন আছি।’
এ সময় আরেকটি প্রয়োজনীয় বার্তাও দেন তিনি, ‘আমার সঙ্গে দেখা হয়েছে বা আমার সান্নিধ্যে বিগত দুই সপ্তাহে এসেছেন, এমন সকলকে সতর্ক হওয়ার এবং কোনও লক্ষণ দেখা দিলে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ করছি।'
এরপর তিনি যোগ করেছেন, 'আমার পরিবারের সকল সদস্যদের দ্রুত সুস্থতার জন্যে সকলের নিকট দোয়া কামনা করছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক।'
শেখ মোহাম্মদ আসলাম ক্লাব ফুটবলে মোহামেডান ও আবাহনীতে দাপটের সঙ্গে খেলেছেন এক সময়। এছাড়া ৮০র দশকে জাতীয় দলে খেলছেন সুনামের সঙ্গে। জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন ২০০০ সালে।
প্রসঙ্গত, বাদল রায় ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন আরেক বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন মহি। এছাড়া সংস্থাটির দুই সদস্যও করোনা পজিটিভ হয়েছিলেন।