X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মোহামেডান, মেরিনার্স ও উষার দাবি মেনেই হকি লিগ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৭

মোহামেডান, মেরিনার্স ও উষার দাবি মেনেই হকি লিগ? প্রিমিয়ার হকি লিগ আয়োজনে কাজ করে যাচ্ছে হকি ফেডারেশন। আগামী অক্টোবরে দলবদল। খেলা টার্ফে গড়াবে নভেম্বরে। এমন পরিকল্পনা করে এগোলেও সমস্যার জট খুলছে না। ঘরোয়া হকির তিন শীর্ষ ক্লাব লিগ আয়োজনের আগে নিজেদের দাবি-দাওয়া নিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে। তাদের আবেদন নিয়ে আগামী অক্টোবরের শুরুর দিকে সভায় বসবে হকি ফেডারেশেন। সেই সভায় সমাধান আসলে লিগ শুরুর পথ সুগম হবে।

২০১৮ সালে সর্বশেষ আয়োজিত হয়েছে প্রিমিয়ার হকি লিগ। তবে শেষটা ভালো হয়নি। সেই বছরের ৭ জুন সুপার ফাইভে মোহামেডান- মেরিনার্স ম্যাচটি ৪৪ মিনিট পর আর হয়নি। সেখানে দুই পক্ষ বিবাদে জড়ালে পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ও মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া মোহামেডানের সহকারী ম্যানেজার আসাদুজ্জামান চন্দন ও মেরিনার্সের কর্মকর্তা নজরুল ইসলামকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এখন লিগ নিয়ে তোড়জোড় শুরু হলে দুই ক্লাবই তাদের ওপর আরোপিত শাস্তি প্রত্যাহারের চিঠি দিয়েছে।

এছাড়া উষা ক্রীড়াচক্র গত লিগে অংশ না নেওয়ায় বাইলজ অনুযায়ী অবনমিত হয়েছে,  তারাও প্রিমিয়ারে খেলার জন্য আবেদন করেছে। এ প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘তিন ক্লাবের চিঠি পেয়েছি আমরা। দুই ক্লাব তাদের কর্মকর্তাদের ওপর শাস্তি প্রত্যাহার চেয়েছে। আর উষা লিগে খেলতে চায়। এখন যেহেতু আমরা সব ক্লাবকে নিয়ে লিগ করতে চাই, এরইমধ্যে অনেকেই  সবুজ সঙ্কেতও দিয়েছে, তাই আমরা ক্লাবগুলোর আবেদন গুরুত্ব সহকারে দেখছি। আগামী মাসের শুরুর দিকের সভায় এ বিষয়ে সমাধান আসবে। আশা করছি সবাইকে নিয়ে লিগ আয়োজন করতে পারবো।’

 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!