X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ০২:৫৯আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৩:০৮

নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল তাদের নির্বাচনি ইশতেহারের অনত্যম প্রধান বিষয় বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৫০-এর আশেপাশে তুলে আনা। নির্বাচনে আবার বিজয়ী হয়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে ইশতেহার অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। র‌্যাঙ্কিং বাড়াতে হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার পাশাপাশি বেশি বেশি ফিফা প্রীতি ম্যাচ খেলে তাতেও ভালো করতে হবে। আগামী নভেম্বরেই দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে বাংলাদেশে।

নেপালের ফিফা র‌্যাঙ্কিং ১৭০। বাংলাদেশের ১৮৭। এই প্রীতি ম্যাচ দুটিতে ভালো করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা একটা উদ্দেশ্য অবশ্যই। তবে এটাও সত্যি, করোনাভাইরাসের কারণে সেই মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের খেলায় ফিরিয়ে আনাও একটা লক্ষ্য। নেপাল জাতীয় দলকে বাংলাদেশে এসে দুটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ আগে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) বাফুফের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১১-১৯ নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ শুক্রবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আগেই নেপালকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলাম আমরা। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে ওরা নভেম্বরেই খেলতে আসবে বলে জানিয়েছে।’

নেপালের ফুটবল ওয়েবসাইট গোল নেপাল ডটকমও শুক্রবারের এক প্রতিবেদনে আনফার বরাতে বাংলাদেশের সঙ্গে নেপালের দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। গোল নেপাল জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর নেপালের বৃহত্তম উৎসব দশাইন উৎসবের (বিজয়া দশমী) পরেই নেপাল ফুটবল দল অনুশীলন শুরু করবে। এর আগে আনফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য অনুশীলন শুরু করতে চেয়েছিল আগস্ট মাসে। কিন্তু কোভিড-১৯-এর কারণে নেপাল সরকার অনুশীলনের অনুমতি দেয়নি।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের পক্ষে শুনানি ৭ জুলাই
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি