X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তিন বড় ক্লাবের ‘সমস্যা’ নিয়ে হকি ফেডারেশনের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৬:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:৫৬

তিন বড় ক্লাবের ‘সমস্যা’ নিয়ে হকি ফেডারেশনের সভা প্রিমিয়ার হকি লিগ সর্বশেষ টার্ফে গড়িয়েছিল দুই বছর আগে। এরপর থেকে অনিশ্চিত হয়ে পড়ে লিগ। এখন আগামী নভেম্বরেই প্রিমিয়ার হকি লিগ শুরু করতে চায় হকি ফেডারেশন। সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন কর্মকর্তারা।

তবে লিগ শুরুর আগে তিন বড় ক্লাবের ‘সমস্যা’ সমাধান করতে না পারলে সেটি আলোর মুখ দেখবে না। সে জন্যই ফেডারেশনের নির্বাহী কমিটির সভা বসতে যাচ্ছে কাল মঙ্গলবার।

দুই বছর আগে মাঠে গোলযোগের কারণে মোহামেডান ও মেরিনার্সের একাধিক কর্মকর্তাদের শাস্তি পেতে হয়েছিল। এছাড়া লিগে না খেলার কারণে রেলিগেশনে নেমে যাওয়ার কথা পুরনো ঢাকার ক্লাব উষা ক্রীড়া চক্রের। এখন তিন ক্লাবই ভিন্ন ভিন্ন দাবি দাওয়া পেশ করেছে ফেডারেশনে। মোহামেডান-মেরিনার্স চাইছে তাদের কর্মকর্তাদের শাস্তি যেন প্রত্যাহার করে নেওয়া হয়। আর উষা চাইছে তাদের যেন প্রিমিয়ার লিগে আবারও খেলার সুযোগ করে দেওয়া হয়।

ফেডারেশন অবশ্য বিষয়গুলো ইতিবাচক দৃষ্টিতেই দেখার চেষ্টা করছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তিনটি ক্লাব ভিন্ন ভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে। তাদের আবেদন নিয়ে সভায় আলোচনা হবে। আশা করছি, আমরা সুষ্ঠুভাবে সমাধান দিতে পারবো। যাতে করে ক্লাবগুলো লিগে খেলতে পারে।’

লিগ নিয়ে তার কথা, ‘দুটি ক্লাবের কর্মকর্তাদের শাস্তি প্রত্যাহার হলেই তারা লিগে খেলার প্রতিশ্রুতি দিয়েছে। উষাও লিগে খেলার আবেদন করে রেখেছে। সেক্ষেত্রে তাদের সমস্যাগুলো সমাধান হলেই তখন লিগ নিয়ে আমরা এক ধাপ এগোতে পারবো। এখন দেখা যাক, কী হয়।’

সভাতে বঙ্গবন্ধু জুনিয়র হকিসহ অন্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ