X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাকিব ফিরছেন, তাকে নিয়ে আশাবাদী কোচ বাস্তববাদীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ২০:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৪৪

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সাকিব                - ফাইল ছবি (বিসিবি) আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার কোন মানের খেলোয়াড় সেটি দেখিয়েছেন গত বিশ্বকাপেই। তাই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আশা, হয়তো নিষেধাজ্ঞা মুক্ত হয়ে অন্য এক সাকিবই ফিরে আসবেন। আবার বাস্তববাদী হয়ে এটাও বলছেন, পুরো এক বছর ক্রিকেটের বাইরে থাকা সাকিবকে নিয়ে বেশি প্রত্যাশাও করা যাবে না। তার ব্যাপারে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন ভক্ত-সমর্থকদের প্রতি।

জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দুই বছর নিষিদ্ধ করেছিল সাকিবকে। তবে আইসিসির নিয়ম মেনে চলায় সেটি দাঁড়ায় এক বছরে। ফলে আগামী ২৮ অক্টোবর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দিন থেকে মাঠে ফিরতে বাধা থাকবে না সাকিবের। নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে পাঁচ দল নিয়ে অনুষ্ঠেয় টি- টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে সাকিবকে। এমনটাই জানিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

যদিও নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তারপরও জাতীয় দলে প্রবেশের আগে সাকিবের পর্যাপ্ত অনুশীলনের দরকার বলে মনে করেন রাসেল ডমিঙ্গো। বৃহস্পতিবার অনলাইনে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘সাকিব অন্যসব ক্রিকেটারদের মতোই। মাঠে ফেরার আগে তার পর্যাপ্ত অনুশীলন করা গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন নিষেধাজ্ঞা শেষে সে মাঠে ফিরবে এবং অলৌকিক কিছু করবে; এটা সম্ভব নয়। এজন্য ধৈর্য্য ধরতে হবে। অনুশীলনে থ্রো-ডাউন, বোলিং মেশিনে খেলা আর ১৪০ কিলোমিটারের গতির বলের মুখোমুখি হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাকে পায়ের নিচে মাটি খুঁজে নিতে হবে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে হবে।’

এরপরই সাকিবকে নিয়ে ২০২১ বিশ্বকাপের নিজের স্বপ্নের কথা জানালেন ডমিঙ্গো, ‘আমরা জানি সাকিব কোন মানের খেলোয়াড়। আমি বিশ্বাস করি সাকিব ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করবে। কিন্তু আমার কথা হচ্ছে এর জন্য সাকিবকে পর্যাপ্ত সময় দিতে হবে।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত মাসে বিকেএসপিতে নিজ উদ্যোগে কয়েক সপ্তাহ অনুশীলন করেছেন। কিন্তু শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। সামনে অনুষ্ঠেয় পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী নভেম্বরে দেশে ফেরার কথা সাকিবের। তার বর্তমান অবস্থা সম্পর্কে খুব ভালোই জানেন ডমিঙ্গো, ‘আমি বুধবার তার সঙ্গে কথা বলেছি। ফিটনেস নিয়ে সে কাজ করছে। এ মুহূর্তে দেশের বাইরে আছে। এক বছর হলো সে ক্রিকেটের বাইরে। সে খেলার জন্য উন্মুখ হয়ে আছে। বিশ্বের সেরা অলরাউন্ডার সে। কিন্তু তাকে সেই জায়গা ফিরে পেতে হবে। আমরা জানি, সেই সামর্থ্য তার আছে।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার