X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পিছিয়ে থেকেও পিএসজিকে হারিয়ে গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২১, ০৪:২৫আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৪:৫৮

আগে গোল করে জয়ের স্বপ্ন দেখছিল প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু ম্যানচেস্টার সিটির আক্রমণে যে তখনও তেজ কমেনি। এক গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরে এলো তারা। জয়সূচক গোল পেতেও সময় লাগেনি পেপ গার্দিওয়ালার দলের। তাতেই পিএসজিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে।


এ গ্রুপে ম্যানচেস্টার সিটি ৫ ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা। সমান ম্যাচে পিএসজি প্রথম হারে আগের ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে ম্যান সিটির মতো পিএসজিও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।


পার্ক দি প্রিন্সেসে প্রথমবারের মুখোমুখিতে ২-০ গোলে ম্যাচ জিতেছিল পিএসজি। কিন্তু ইত্তিহাদ স্টেডিয়ামে বল দখল রেখে ম্যান সিটি শুরু থেকে আক্রমণে দাপট দেখিয়েছে।


ম্যাচ ঘড়ির ৫ মিনিটে স্বাগতিকরা প্রথম সুযোগ নষ্ট করে। রিয়াদ মাহরেজের ক্রসে রদ্রির হেড প্রতিহত করেন এক ডিফেন্ডার। একটু পরই মাহরেজের ডান পায়ের শট রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন গোলকিপার কেইলর নাভাস।


৯ মিনিটে পিএসজি আক্রমণ হেনেও গোল পায়নি। নেইমারের শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। আবারও ম্যান সিটির একের পর এক আক্রমণ। মাহরেজ একাই দুটো সুযোগ নষ্ট করেছেন। গুন্দোগন ও জিনশেন্কোও পারেননি লক্ষ্যভেদ করতে।
বিরতির পর অবশ্য পিএসজি এগিয়ে যায়।

৫০ মিনিটে গোল পান কিলিয়ানে এমবাপ্পে। হেরেরার সঙ্গে ওয়ান টু খেলে মেসি ক্রস বাড়িয়েছিলেন, তা একজনের শরীরে লেগে এমবাপ্পে পেয়ে যান। ফ্রেন্চ তারকা ডান পায়ের নিচু শটে জাল কাঁপাতে কার্পন্য করেননি।

রহিম স্টার্লিং ম্যাচে সমতা ফেরান। গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় এই ইংলিশ তারকা কাছের পোস্ট দিয়ে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ডি মারিয়া ও নেইমার সুযোগ পরবর্তিতে সুযোগ নষ্ট করে দলকে এগিয়ে নিতে পারেননি।


বরং ৭৬ মিনিটে আবারও গোল হজম করে! এগিয়ে যায় ম্যান সিটি। বার্নার্দো সিলভার সহায়তায় গ্যাব্রিয়েল জেসুস ডান পায়ের শটে কেইলর নাভাসকে হারান। সমর্থকদের মুখে তখন চওড়া হাসি।


শেষ পরযন্ত জেসুসের গোলে ২-১ স্কোরলাইন ধরে রেখে ইংলিশ জায়ান্টরা মাঠ ছেড়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
অপেক্ষা আরও বাড়লো পিএসজির  
লিভারপুলের নতুন কোচ স্লট!
সর্বশেষ খবর
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস