X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘শেখ কামাল ক্রীড়াজগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ২২:৩৮আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২২:৩৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে তার হাতে প্রতিষ্ঠিত দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড। শুক্রবার (৫ আগস্ট) বিকালে ভার্চুয়ালি এই বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনায় অংশ নেন ক্লাবটির কর্মকর্তারা। সেখানে ক্লাবটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান শেখ কামালকে ‘ক্রীড়াজগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ হিসেবে অভিহিত করেন।

শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সালমান ফজলুর রহমান অন্যতম। নিজের বন্ধু সম্পর্কে তিনি বলেছেন, ‘কামালের এমন ব্যক্তিত্ব ছিল যে তা বর্ণনায় প্রকাশ করা যায় না। এক রুমে আমরা কথা বলছি। সেই রুমে কামাল ঢুকলে ওই সভার পরিবেশ বদলে যেতো। মনে হচ্ছিল একটা এনার্জি চলে আসছে রুমে। বিয়ের অনুষ্ঠান, নাটক, কিংবা পাবলিক মিটিং। সেই জায়গাতেও কামাল ঢোকার সঙ্গে সঙ্গে পুরো পরিবেশ বদলে যেতো। মনে হতো পুরো এরিয়া উজ্জ্বল হয়ে যায়।’

শেখ কামালের গুণ বর্ণনা করতে গিয়ে আবাহনী লিমিটেডের চেয়ারম্যান বলেন, ‘সে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছেলের চেয়ে বেশি ছিল বঙ্গবন্ধুর ছেলে। কিন্তু তার বড় বা ছোট যার সঙ্গে যোগাযোগ হতো তারা বুঝতেই পারতাম না; এতটাই বিনয়ী ছিল সে। ছোটদের আদর করতো। ও যে বঙ্গবন্ধুর ছেলে তা কোনোদিন আমাদের বুঝতে দিতো না।’

পত্রিকায় প্রকাশিত এক লেখার উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘একটা আর্টিকেল পড়েছিলাম। একজন মুরব্বিকে রিসিভ করতে গিয়েছিল, বঙ্গবন্ধু বলেছিলেন। রিসিভ করতে গিয়ে উনার যে সুটকেস ছিল তা নিজের হাতে ক্যারি করে নিয়ে আসলো। উনি (মুরুব্বি) এই স্টোরি পরে লিখেছিলেন, আমি এটা আশাই করিনি। বঙ্গবন্ধুর ছেলে আমাকে রিসিভ করতে আসলো। আমার সুটকেস নিজের হাতে ক্যারি করলো... এটাই হলো শেখ কামাল।’

শেখ কামালকে ক্রীড়াজগতে সর্বশ্রেষ্ঠ বাঙালি অভিহিত করে সালমান ফজলুর রহমান বলেছেন,‘শেখ কামাল ক্রীড়াজগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ছিল। আমি মনে করি সেটা সত্য। কামালের যে আত্মত্যাগ ক্রীড়াজগতে, ওটা যদি না হতো; আজকে কিন্তু বাংলাদেশ এই জায়গাতে থাকতো না।’

শেখ কামালের নামে অপপ্রচার নিয়েও কথা বলেছেন সালমান ফজলুর রহমান। তার কথা, ‘ওই সময় বঙ্গবন্ধু ও তার পরিবারকে শুধু হত্যা করা হয়নি। এরপর যে কামাল সম্পর্কে অপপ্রচার করা হয়েছে; তা দুঃখজনক ছিল। আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। সত্য ইতিহাসটা আমরা স্টাবলিশ করতে পেরেছি।’

শেখ কামালের জন্মদিন এখন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। এতে উচ্ছ্বসিত সালমান ফজলুর রহমান, ‘আগে ৫ আগস্ট আবাহনী ছাড়া অন্য কেউ পালন করতে পারতো না। এখন রাষ্ট্রীয়ভাবে আয়োজন হয়। আজকে তো দেখেছি অনেক প্রতিষ্ঠান জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করেছে। সুবিধা হয়েছে ওর সম্পর্কে অনেক তথ্য জানতে পারছি। জন্মদিনে অনুষ্ঠান করতে পারলে ইতিহাসের অনেক দিক জানা যাবে’।

আগামী দেড় থেকে দুবছরে আবাহনীর লিমিটেডের কমপ্লেক্সের নতুন বিল্ডিং নির্মাণ হবে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রবীন সংগঠক। আলোচনায় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা মহাসচিব হারুনুর রশীদ ও সমর্থক গোষ্ঠীর কর্মকর্তা বক্তব্য দেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী-কিংস
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীকে আবার হারালো কিংস
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে