X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৭:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৮

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। যদিও নিয়ম অনুযায়ী বিষয়গুলো নিশ্চিত করা হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে। কিন্তু সম্প্রতি আইসিসির বোর্ড মিটিং শেষ করে দেশে ফিরে বিষয়টি আগেভাগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানিয়েছেন, উপরে উঠার ফলে আগামী ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।
সোমবার বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেক্সিমকো কার্যালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আইসিসি রবিবার বোর্ড মিটিংয়ে আমাদের কাছে ওয়ানডের বর্তমান র‌্যাংকিং প্রকাশ করেছে। আমরা জানতাম আমরা ৭ নম্বরে আছি। কিন্তু কালকে আইসিসি জানায়, বাংলাদেশ পাঁচ নম্বরে উঠে গেছে।’

২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকতে হবে দলগুলোকে। তার আগেই বাংলাদেশ ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও ৯ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে অনেকখানি এগিয়ে। সমীকরণ পর্যালোচনা করে আইসিসির মনে হয়েছে; বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘র‌্যাংকিংয়ে উন্নতির কারণে আমাদের বাছাইপর্ব খেলতে হবে না। কারণ আমাদের পয়েন্ট এখন ১০১। পাকিস্তানের ৭৯ ও ওয়েস্ট ইন্ডিজের ৮৩। আমাদের থেকে ওদের পয়েন্টের ব্যবধান অনেক।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ৯-১০ থেকে ৭ নম্বরে এসেছিলাম। সেখান থেকে পাঁচ নম্বরে এসেছি। যদিও ৬ এবং ৭ নম্বরের সঙ্গে পার্থক্য এক পয়েন্ট। আমাদের স্বপ্ন ছিল সেরা পাঁচে যাওয়ার। গত বছরের শেষের দিকে আমি বলেছিলাম। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন লক্ষ্য এটাকে ধরে রাখা।’

/আরআই/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা