X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচ হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি: এনামুল

বাংলা ট্রিবিউনস রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৯:২৫আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৯:২৭

২০১৯ সালের পর ওয়ানডে খেলেছেন এনামুল হক বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে তা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও ৭৬ রান করে অবদান রেখেছেন জয়ে। শুক্রবার জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর জানালেন, স্বাগতিকদের সঙ্গে ম্যাচ জয় সহজ ছিল না।

শুক্রবার বিকালে দলের সবাই দেশে ফিরলেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেরেননি। একই তালিকায় আছেন কোচিং স্টাফদের মধ্যে থাকা হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথও। শুধু ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিল্ডিং কোচ ম্যাকডারমট এসেছেন। সেখানেই বিমানবন্দনে প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার প্রতিক্রিয়া জানান এনামুল, ‘অনেকদিন পর ওয়ানডে দলে আসলাম। এজন্য খুব ভালো লাগছে, খুব এক্সসাইটেডও ছিলাম আসলে। কঠোর পরিশ্রম করেছি, অনেকদিন এরকম সময় পার করেছি। আসলে তিন বছর পর যেহেতু এসেছি, চেষ্টা করেছি সুযোগটা কাজে লাগানোর জন্য। অবশ্যই দলের জয়ের পেছনে অবদান রাখতে পারলে অনেক ভালো লাগতো।’

জিম্বাবুয়ে সফরটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ তো হেরেছেই। ৯ বছর পর হেরেছে ওয়ানডে সিরিজও। শেষ ম্যাচটা জেতায় হোয়াইটওয়াশের লজ্জা হয়তো পেতে হয়নি। এনামুল জানালেন, জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটা আসলে সহজ ছিল না, ‘জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্যই। ওরা ভালো ক্রিকেট খেলেছে, আমাদের অবশ্যই কিছু ভুলত্রুটি ছিল, দুটো মিলিয়ে হেরে গেছি।’

প্রথম ওয়ানডে ৫ উইকেটে হেরে যাওয়ার পর অবিশ্বাস্য লেগেছিল অনেকের কাছে। খোদ এনামুলও জানালেন যে কতটা বিস্মিত হয়েছিলেন তিনি, ‘অবশ্যই প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করবো বলে আশা করেছিলাম, সে অনুযায়ী পারিনি। অবশ্যই সেটা আমাদের জন্য খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচটাও যখন দেখলাম একই পথে ওরা আগাচ্ছে, আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টায়। কিন্তু আমার মনে হয়, এই একটা সিরিজে শতভাগ দিয়ে আমরা খেলতে পারিনি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!