X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাটিংয়ে দাপট দেশি ক্রিকেটারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ২২:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:৩৪

বিপিএলের শীর্ষ  ৬ ব্যাটসম্যানরা শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসর। বল হাতে বিদেশি ক্রিকেটাররা বেশি সফল হলেও ব্যাট হাতে দাপট দেশি ক্রিকেটারদের।

প্রথম ৬ ব্যাটসম্যানদের মধ্যে চারজনই বাংলাদেশের। ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে ৪৭৬ রান করে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল টুর্নামেন্টের শীর্ষ ব্যাটসম্যান।

শীর্ষ ৬ বোলারের তালিকার মতো শীর্ষ ৬ ব্যাটসম্যানের তালিকায় ঢাকা ডায়ানামাইটসের দুই ক্রিকেটার আছেন। তারা হচ্ছেন কুমারা সাঙ্গাকারা ও মেহেদী মারুফ। বাকিরা হলেন চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল, খুলনা টাইটানসের মাহমুদউল্লাহ রিয়াদ, রাজশাহী কিংসের সাব্বির রহমান এবং রংপুর রাইডার্সের মোহাম্মদ শাহজাদ।

তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস) : শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলের চতুর্থ আসরটা অসাধারণ কেটেছে তার। ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে ৪৭৬ রান করেছেন চিটাগং ভাইকিংসের ওপেনার। এই আসরে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরিও তার দখলে। সবমিলিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে বেশ ভালোভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছেন এই তারকা ব্যাটসম্যান। এই আসরে বিপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজারি ক্লাবের মাইলফলক স্পর্শ করেন তামিম। এই টুর্নামেন্টে তার সর্বোচ্চ রান ৭৫।

মাহমুদউল্লাহ (খুলনা টাইটানস) : শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় তামিমের পরে মাহমুদউল্লাহ। দুই হাফসেঞ্চুরিতে ৩৩ গড়ে মাহমুদউল্লাহ ৩৯৬ রান করেছেন। চলতি আসরে তার ব্যাট ও বলেই মূলত খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত খেলার সুযোগ পেয়েছে। ব্যাট হাতে সাফল্য তুলে নেওয়ার পাশাপাশি বল হাতে দুটি ম্যাচ জিতিয়েছিলেন মাহমুদউল্লাহ। ১৪ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০টি।

সাব্বির রহমান (রাজশাহী কিংস) : জাতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান সাব্বির রহমান রাজশাহী কিংসের জার্সিতে খেলেছেন। টুর্নামেন্টের শুরুতে বড় ইনিংস খেললেও শেষ দিকে এসে রান খরায় ভুগছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাব্বির তৃতীয়। বিপিএলের চতুর্থ আসরে একমাত্র সেঞ্চুরিটি এসেছে সাব্বিরের ব্যাট থেকে। বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের দূর্দান্ত ইনিংস খেলেন তিনি। এক ইনিংসেই আগের তিন আসরের সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙে দেন তরুণ এই ব্যাটসম্যান। ১৫ ম্যাচে ২৬.৯২ গড়ে এক সেঞ্চুরিতে ৩৭৭ রান করেছেন সাব্বির। বরিশালের বিপক্ষে ওই ইনিংসটিই তার সর্বোচ্চ।

কুমারা সাঙ্গাকারা (ঢাকা ডায়নামাইটস) : গত আসরের মতো চতুর্থ আসরেও ঢাকার জার্সি গায়ে খেলেছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। ঢাকার হয়ে সবচেয়ে দায়িত্বশীল ব্যাটিং করেছেন সাঙ্গাকারা। টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় তিনি চতুর্থ। ১৩ ম্যাচে ২৮.৪৬ গড়ে দুই হাফসেঞ্চুরিতে ৩৭০ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ সংগ্রহ ৬৬।

মোহাম্মদ শাহজাদ (রংপুর রাইডার্স) : আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের চতুর্থ আসর খেলেছেন। রংপুরের পঞ্চম স্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শাহজাদের। সাব্বিরের সঙ্গে বিবাদে জড়িয়ে একটি ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আফগান এই ব্যাটসম্যান। ১১ ম্যাচে ৩৮.৮৮ গড়ে দুই হাফসেঞ্চুরিতে ৩৫০ রান করেন মোহাম্মদ শাহজাদ। তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ৮০।

মেহেদী মারুফ (ঢাকা ডায়নামাইটস) : ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ এক সময় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তবে শেষ দিকে এসে ধারাবাহিকতা হারালে কিছুটা পেছনে পড়ে যান এই ওপেনার। ১৪ ম্যাচে ২৬.৬৯ গড়ে দুই হাফসেঞ্চুরিতে ৩৪৭ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ রান অপরাজিত ৭৫। শুরুর দিকে তার বিস্ফোরক ইনিংস দেখে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই ওপেনার। শনিবার রাতে মাশরাফির নেতৃত্বে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে চাপবেন মারুফ।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির