X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রনির ফিফটিতে ঢাকার রান ১৭৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

ফিফটির পথে রনির শট রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে যে গতি তুলেছিল ঢাকা ডায়নামাইটস, তাসকিন আহমেদের উইকেট উৎসবে সেটা থেমে যায়। তবে শেষ দিকে সিলেট সিক্সার্সের বিপক্ষে ঠিকই লড়াই করার মতো রান সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা।

১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারালেও ঢাকা ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেটকে। বিপিএলের শীর্ষে থাকা দলটি চতুর্থ ম্যাচে ৭ উইকেটে করেছে ১৭৩ রান।

মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে হতাশ করলেন দুই ফিফটিতে বিপিএল শুরু করা হযরতউল্লাহ জাজাই। সিলেটের বিপক্ষে ইনিংসের চতুর্থ বলে মাত্র ৪ রান করে সোহেল তানভীরের শিকার হন আফগান ওপেনার।

এই ধাক্কা ঢাকা সামলে ওঠে সুনীল নারিন ও রনির ৬৭ রানের জুটিতে। ক্যারিবিয়ান তারকা দুটি করে চার ও ছয়ে ২৫ রানে আউট হলে দলকে দারুণ সংগ্রহের পথে রাখেন রনি। ৩৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানের চমৎকার পারফরম্যান্স ছিল তার ব্যাটে। আফিফ হাসানের কাছে তিনি উইকেট হারানোর পর ভেঙে পড়ে ঢাকার টপ অর্ডার।

১০৬ রানে ৩ উইকেট হারানো দলটির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৫ রান। তাসকিন ১৫তম ওভারে আন্দ্রে রাসেল (৫), কিয়েরন পোলার্ড (৩) ও শুভাগত হোমকে শূন্য রানে বিদায় করেন। তার আগে সাকিব আউট হন ২৩ রান করে।

এমন ধসের পরও হাতে বেশ কয়েক ওভার থাকায় সতর্ক ব্যাটিং করেন নুরুল হাসান ও মোহাম্মদ নাইম। দুজনের অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে বেশ কঠিন টার্গেট দেয় ঢাকা। নুরুল ১৮ ও নাইম ২৫ রানে অপরাজিত ছিলেন।

তাসকিন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিলেটের সফল বোলার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে পাঞ্জাব
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আরও কাছে পাঞ্জাব
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮৬ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮৬ জন হাসপাতালে ভর্তি
তিস্তার নিচু চর প্লাবিত, আগামী পাঁচ দিন বাড়তে পারে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি
তিস্তার নিচু চর প্লাবিত, আগামী পাঁচ দিন বাড়তে পারে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি
চিয়া সিড কি প্রতিদিন খাওয়া যাবে?
চিয়া সিড কি প্রতিদিন খাওয়া যাবে?
সর্বাধিক পঠিত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ