নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি ভক্তরা। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘ঢাকা থেকে নিউইয়র্ক বাঘের ডেরা!’
নাসাউ স্টেডিয়াম লাল-সবুজে রাঙিয়ে দিয়েছেন বাংলাদেশি সমর্থকরা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেজেছে বাংলাদেশের জাতীয় সংগীত। মাঠে লাল-সবুজ পোশাকে খেলোয়াড়রা, গ্যালারিতে ভক্তদের ভিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে উৎসাহ জোগাতে দর্শকদের ঢল নেমেছে নিউইয়র্কে।
প্রোটিয়া অধিনায়ক অ্যাইডেন মার্করাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
রিজা হেন্ড্রিক্স, কুইন্টন ডি কক ও ট্রাইস্টান স্টাবসের উইকেট নিয়েছেন ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।
অ্যাইডেন মার্করাম ও হাইনরিখ ক্লাসেনের উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
ডেভিড মিলার ৩৮ বলে ২৯ রান করে রিশাদ হোসেনের ঘূর্ণিতে বোল্ড হয়েছেন। এর আগে তার ক্যাচ ছেড়েছেন লিটন দাস।