X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বেয়ারস্টোকে ফিরিয়ে অভিষেকেই মিরাজের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১২:৫২আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৬:৩৬

মিরাজ অভিষেকেই উজ্জ্বল মেহেদি হাসান মিরাজ। বল হাতে এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচে তুলে নিলেন পাঁচ উইকেট। জনি বেয়ারস্টোকে সরাসরি বোল্ড করে পূরণ করেন পাঁচ উইকেটের ঘর। 

টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। কুকের ধারণা ছিল হয়তো সুযোগ লুফে নিতে পারবে তার দল।  কিন্তু টাইগারদের স্পিনে পুরোপুরি খেই হারিয়ে ফেলে ইংলিশরা।  যার শুরুটা করেন অভিষিক্ত মিরাজ।  দলীয় ১৮ রানেই ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করে নেন তিনি।  ৯.৫ ওভারে নিজের প্রথম স্পেলেই সাফল্য পান অভিষেক হওয়া এই স্পিনার।  তার বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার ডাকেট (১৪)। ১১তম ওভারে নতুন করে বোলিংয়ে এসেই আঘাত হানেন সাকিব। তার বলে পুরোপুরি পরাস্ত হন অ্যালিস্টার কুক। সুইপ করতে গিয়েও ঠিকমতো পারেননি।  বল তার হাতের ওপরের অংশে লেগে আঘাত হানে স্টাম্পে। সর্বাধিক টেস্টের রেকর্ড গড়া ‍কুক ফিরে যান ২৬ বলে ৪ রান করে।

দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংলিশদের এর পরেও ঘূর্ণি জাদুতে ভোগাচ্ছিলেন মিরাজ। যার ফসল হিসেবে আসে তার অভিষেক টেস্টের দ্বিতীয় শিকার। গ্যারি ব্যালান্সকে ফেরাতে এলবিডব্লুর আবেদন করেছিল টাইগাররা। যদিও তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তাকে ঠিকই সাজঘরে ফেরায় বাংলাদেশ। ৭ বলে ১ রানে ফিরে যান ব্যালান্স। তবে এরপর ধীরে ধীরে প্রতিরোধ দিতে থাকে দুই ইংলিশ ব্যাটসম্যান মঈন আলী ও রোজ রুট। চতুর্থ উইকেটে আসে ৬০ রান। রুট ব্যাট করছেন ৩৮ রানে আর মঈন ১৭ রানে। মধ্যাহ্নভোজের আগে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সে হিসেবে প্রথম সেশনে ভালোভাবেই নিজেদের আধিপত্য রেখেছে স্বাগতিকরা।  বিরতির পরও একই ধারায় ছিল স্বাগতিকদের বোলিং।  যেখানে বোলিংয়ে এসেছিলেন সাকিব।  তার এ ওভারেই (২৯তম) দুই বার একই ব্যাটসম্যান মঈন আলীকে এলবিডব্লুতে আউট করার চেষ্টায় ছিলেন তিনি! অনফিল্ড আম্পায়ার আউট দিলেও পরে রিভিউতে দুবারেই বেঁচে ফিরেন মঈন আলী। তবে এরপরের ওভারে আর টিকে থাকতে পারেননি তার সঙ্গে প্রতিরোধ দেওয়া জো রুট। ৪০ রানে এগিয়ে যাওয়া এই ব্যাটসম্যানকে থামান অভিষেকে উজ্জল মিরাজ। অবশ্য মুশফিকের হাঁটুতে বল লেগেই স্লিপে সাব্বিরের হাতে তালুবন্দী হন রুট।  এরপর অবশ্য জুটি গড়ার চেষ্টায় ছিলেন স্টোকস ও মঈন।  ধীরে ধীরে সেভাবেই এগোচ্ছিলেন কিন্তু দলীয় ১০৬ রানে নিজের দুর্দান্ত স্পিনে স্টোকসকে পুরোপুরি পরাস্ত করেন সাকিব।  বোল্ড হয়ে ফিরে যান তিনি।  ততক্ষণে তার স্কোর ছিল ১৮ রান। এরপর অবশ্য ব্যাটে প্রতিরোধ দিতে থাকেন মঈন আলী।  বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেছেন মঈন।  ধীরে ধীরে ভালোই প্রতিরোধ গড়ছিলেন সঙ্গীকে নিয়ে।  কিন্তু ৬৮তম ওভারে মিরাজের বোলিংয়ে আর মনোযোগ স্থির রাখতে পারেননি মঈন।  ৬৮ রানে কট বিহাইন্ড হয়ে ফিরতে বাধ্য হন তিনি। সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২৩৯ রান। 

এরআগে ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্টটি মাঠে গড়ায় বৃহস্পতিবার সকাল দশটায়।  যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

এর আগে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।  ফলে ১৪ মাস ১৭ দিন পর ফের সাদা পোষাকে খেলতে নামছে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৩ ক্রিকেটারের অভিষেক হচ্ছে। ৭৯ নম্বর ক্রিকেটার হিসেবে সাব্বির, ৮০ নম্বর ক্রিকেটার হিসেবে মিরাজ ও ৮১ নম্বর ক্রিকেটার হিসেবে কামরুল ইসলাম রাব্বির অভিষেক হচ্ছে।  বাংলাদেশ দুইজন পেসার নিয়ে খেলছে। একাদশের বাইরে রয়েছেন সৌম্য সরকার, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।

অন্যদিকে ইংলিশ দলে অভিষেক হচ্ছে বেন ডাকেটের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও চোখ ইংলিশদের। অন্যদিকে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ।

 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ