X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ দিনে টাইগারদের দর্শক এক ‘ভিআইপি বাংলাদেশি’

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:৫৯

কাজী আহসান হায়াৎ সেতু ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের মাঠে টেস্টের চতুর্থ দিনে গ্যালারি ঘুরে ঘুরে একজন বাংলাদেশি সমর্থক খোঁজা হচ্ছিল। টেস্টের আগের দিনগুলোয় আট-দশজন বাংলাদেশি সমর্থক-দর্শক খুঁজে পাওয়া গেলেও এদিন কি একজনও নেই! অতঃপর পাওয়া গেলো একজনকে। মাথায় বাংলাদেশ ক্রিকেটদলের সবুজ-লাল টুপি। অতঃপর ইনি বাংলাদেশি না হয়ে যান কই! ভদ্রলোকও তাকিয়ে হাসলেন। হাত বাড়িয়ে নাম ধরে বললেন, ‘ভাই আপনার হয়তো মনে নেই, গত বিশ্বকাপের সময় আমাদের হ্যামিলটনে দেখা হয়েছিল। আমাদের মধ্যে অনেক গল্প হয়েছিল, আমার বন্ধু রাজার রেফারেন্সে। রাজা মানে বাংলাদেশের অন্যতম সিনিয়র সাংবাদিক মাছরাঙা টেলিভিশনের রেজোয়ানুল হক।’

মজা করে বলা হয়, সারা গ্যালারি ঘুরে আমরা একজন বাংলাদেশি খুঁজছিলাম। কিন্তু এভাবে যে একজন ভিআইপি বাংলাদেশির স্বামীকে পেয়ে যাবো তা আগে ভাবা যায়নি। ভদ্রলোক হেসে দিয়ে বলেন, ‘আমি কোনও ভিআইপি নইরে ভাই। এদেশে থাকি কাজ করি খাইদাই আর সারাক্ষণ বাংলাদেশের গান গাই।’

একত্রিশ বছর ধরে তিনি নিউজিল্যান্ডে আছেন। অকল্যান্ডে থাকেন। নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর। কিন্তু বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডে আসে, যখন যে শহরে খেলতে যায় তখনই তিনি সেখানে চলে যাওয়ার চেষ্টা করেন।

ওয়েলিংটনে প্রথম বাংলাদেশ দলের খেলার স্মৃতিচারণ করলেন ভদ্রলোক, ‘১৯৯৭ সাল। বাংলাদেশ দল খেলতে এলো ওয়েলিংটনে। আমরা তাদের সংবর্ধনা দিলাম। আকরাম খান ছাড়া দলের আর সবাই ছিলেন ছোটখাটো হালকাপাতলা গড়নের। আকরাম খান সে ম্যাচে চল্লিশ রান করেছিলেন। এতেই যে আমরা তখন কী খুশি। এরপর ডানেডিনের ম্যাচে সেঞ্চুরি করেন আল শাহরিয়ার রোকন। তখন যে কী ভালো লেগেছিল না! বলে বোঝাতে পারবোনা।’ রোকনের সঙ্গেও মাউন্ড মাঙ্গানুইতে দেখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ও এখানেও খেলা দেখতে এসেছিল। কিন্তু তার স্ত্রীর কাজ আছে বলে আজ চলে গেছে।’

এরপর শুরু হয় বাংলাদেশের বর্তমান দলের বন্দনা। ভদ্রলোক বলেন, ‘এ দল পুরোপুরি বদলে যাওয়া এক দল। চেহারায়, শারীরিক ভাষায়, কৌশলে, খেলায় সবকিছুতে এটি সম্পূর্ণ বদলে যাওয়া একদল। আগের দলগুলোর সঙ্গে এদলকে কোনওভাবেই মেলানো যাবে না। ’ ভদ্রলোক বলেন, ‘কতো ছোট ছোট এসব ছেলে! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে যেখানে পাড়ায় মাঠ, জিম-ইনডোর সুযোগ সুবিধা স্কুলে থেকে, এরা এসবের কিছুই পায়নি। কিন্তু এরাই যেভাবে উঠে আসছে, বিদেশের মাটিতে তুলে ধরছে বাংলাদেশকে। সেজন্যই বিদেশের মাটিতে ভেন্যুতে ভেন্যুতে উড়ে বাংলাদেশের পতাকা, জাতীয় সঙ্গীত-আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ বাজে। তখন যে কী অনুভূতি হয়, একজন বাংলাদেশি হিসাবে যে কী গৌরব হয়, তা বলে বোঝানো যাবে না।’

ভদ্রলোকের দুই ছেলে। বড় ছেলেটি এবার বিশ্ববিদ্যালয়ে যাবে। ছোটটি ক্লাস এইটে উঠেছে। বাংলাদেশ নিয়ে তাদের আগ্রহ থাকলেও ক্রিকেট নিয়ে তাদের কোনও আগ্রহ নেই। কিন্তু এ নিয়ে তার মাঝে কোনও খেদ নেই। বললেন, ‘এরা এদেশে বড় হওয়া ছেলেপুলে। তাদের ভালোমন্দ চিন্তা তাদের মতো। কিন্তু আমিতো বাংলাদেশ। আমরাইতো বাংলাদেশ। জন্ম আমাদের বাংলাদেশে। বড় হয়েছি বাংলাদেশে। এখন এই বিদেশ বিভূঁইয়ে দেহটা থাকলেও মনটাতো সব সময় পড়ে থাকে বাংলাদেশে। আমাদের আনন্দবেদনা, সাফল্য-ব্যর্থতার সবকিছুর নাম বাংলাদেশ। বিদেশে আমাদের সাফল্য-মর্যাদার বিশেষ অনুভূতির নাম ক্রিকেট। লাভ ইউ টাইগার্স।’

অনেকে নিশ্চয়ই মনে করছেন এতক্ষণ একজন ভদ্রলোকের এতকিছু বলা হলো। কিন্তু তার নাম-পরিচয় দেয়া-লেখা হচ্ছেনা কেনও। একটু রহস্য রাখা আরকি! ভদ্রলোকের নাম কাজী আহসান হায়াৎ সেতু।  তিনি নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভির স্বামী। তিনি অবশ্য এ পরিচয় দিতে চান না। থাকতে চান নিজের মতো করে। নিজের পরিচয়ে। অন্য কেউ হলেতো এতদিনে এখানকার সবকিছু গুটিয়ে বাংলাদেশে ফেরত চলে যেতো। তিনি লাজুক হাসেন। জবাব দেন না। তার এক বন্ধু হালিম সঙ্গে এসেছেন মাঠে। একুশ বছর ধরে তিনি নিউজিল্যান্ডে ওয়েলিংটনে আছেন। হালিম বলেন, ‘কতজন যে তাকে কতভাবে বুঝিয়েছেন! আর কত বিদেশে। এবার দেশে ফিরে যান। স্ত্রী মেয়র। কিন্তু তাতে তিনি রাজি নন। তার কথা বিদেশে আছি বলে মর্যাদা নিয়ে আছি। কেউ কিছু বলতে পারে না। এখন মেয়রের স্বামী দেশে ফিরে গেলে সে মর্যাদাটুকুও থাকবে না। সত্য-মিথ্যা নানান কথা উঠবেই। এরচেয়ে এখানে ভালো আছি। ওখানে ভালো থাকুক আমাদের বাংলাদেশ।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার