X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শেষ ওভারে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৭, ২২:০১আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২২:১০

অ্যাঞ্জেলো ম্যাথুজ লক্ষ্যটা ছিল ১১৪ রানের। ওই রান করতেই কঠিন ঘাম ঝরাতে হলো শ্রীলঙ্কাকে। শেষ পর্যন্ত শেষ ওভারে জয় নিশ্চিত করে তারা ৩ উইকেটে। এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।

জোহানেসবার্গে শ্রীলঙ্কার বোলিং তোপে প্রোটিয়ারা গোটা ২০ ওভার খেলতেই পারেনি, অলআউট হয় ১৯.৩ ওভারে। ওই পর্যন্ত তারা স্কোরে জমা করতে পারে ১১৩ রান। সহজ সেই লক্ষ্যটাই দুর্গমগিরি হয়ে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কার জন্য। শেষ পর্যন্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের হাফসেঞ্চুরিতে ২ বল আগে নিশ্চিত করে জয়।

নুয়ান কুলাসেকারা ও ইসুরা উদানার পেস আগুনে মাত্র ১৩ রানে দক্ষিণ আফ্রিকা হারায় ২ উইকেট। ওপেনার জেজে স্মুথস ৪ রানে আউট হওয়ার পর বিদায় নেন থিউনিস ডি ব্রুইন (৭)। উইকেট হারানোর দৃশ্যটা দেখা গেছে এর পরও। আগের ম্যাচের নায়ক ডেভিড মিলার আউট হন ১১ রান করে। অধিনায়ক ফারহান বেহারদিন করেন ২৭ রান। দলের সর্বোচ্চ রান আসে হেইনো কুহনের (২৭) ব্যাট থেকে। আর শ্রীলঙ্কার সফল বোলার লাকশান সান্দাকান মাত্র ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট।

১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ছিল না ভালো। ৩৫ রানে তারা হারায় ৩ উইকেট। পরে অবশ্য চাপটা সামলে ওঠে তারা দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান দীনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে। চান্ডিমাল ২২ রান করে আউট হলেও ম্যাথুজ জয় নিশ্চিত করে ছাড়েন মাঠ। শ্রীলঙ্কার অধিনায়ক খেলেন হার না মানা ৫৪ রানের ইনিংস।

শ্রীলঙ্কার এই জয়ে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ