X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মধ্যাঞ্চলের বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫০

ম্যাচসেরার পুরস্কার হাতে মোহাম্মদ শরীফ চতুর্থ রাউন্ড খেলতে নামার আগে পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল ওয়ালটন মধ্যাঞ্চল। চতুর্থ রাউন্ডের প্রথম দিনেও নিজেদের খুঁজে পায়নি গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয় দিন থেকেই ভোজবাজির মত পাল্টে যায় মধ্যাঞ্চলের শারীরিক ভাষা। পেসার মোহাম্মদ শরীফ হয়ে উঠেন ব্যাটসম্যান। তার ৭০ রানের ওপর ভর দিয়ে প্রথম ইনিংসে ৩২৮ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় মধ্যাঞ্চল। ওই ইনিংসে নুরুল হাসানও খেলেছেন ৬৫ রানের ইনিংস।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বোলাদের মধ্যে আবু জায়েদ সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া সাকলাইন সজিব ও আফিফ হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে শরীফের বোলিং তোপে পড়ে ২১১ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইয়াসির আলী ও আবুল হাসান প্রত্যেকেই ৪৮ রানের ইনিংস খেলেছেন। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে শরীফ চারটি এবং শুভাগত ও মোশাররফ রুবেল দুটি করে উইকেট নিয়েছেন।

১১৭ রানে এগিয়ে থেকে ওয়ালটন মধ্যাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। চতুর্থ দিনের সকালে ৭ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন মার্শাল আইয়ু্ব। এছাড়া তাইবুর রহমান ৫৭ ও নুরুল হাসান ৪৫ রান করেছেন। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে এবাদত হোসেন, অলক কাপালি ও মুমিনুল হক প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

৪০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১৭২ রানেই অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন অলক কাপালি। যার ফলে ২৭৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে ওয়ালটন মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে শুভাগত হোম সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ শরীফ, তাইবুর পারভেজ ও কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচসেরা পুরস্কার পান ওয়ালটন মধ্যাঞ্চলের পেসার মোহাম্মদ শরীফ।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ