X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিসবাহর ক্যারিয়ারের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১৪:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৪:৪৫

মিসবাহ উল হক ২০১২ সালে টি-টোয়েন্টি, ২০১৫ সালে ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন মিসবাহ উল হক। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পর পুরো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন পাকিস্তানের অধিনায়ক। দেশের সফল টেস্ট অধিনায়কের মর্যাদা পেয়ে শেষ করলেও ১৬ বছরের ক্যারিয়ারে কিছু আক্ষেপ আছে ৪২ বছর বয়সীর।

মিসবাহ এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন তার অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ নিজস্ব। বোর্ডের কারও মাধ্যমে প্রভাবিত হননি তিনি। এর পরই জানালেন তার ক্যারিয়ারের আক্ষেপের কথা, ‘কে-ই বা বলতে পারে? এটা আমাদের কারও হাতে নেই, কিন্তু এটা আমার আক্ষেপ যে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে পারলাম না। বিশেষ করে যখন আমাদের টেস্ট দল অনেক ভালো করছে।’

পাকিস্তানের বিদায়ী টেস্ট অধিনায়কের মতে ২০০৭ সাল থেকে ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধে দায়ি রাজনীতি। কিন্তু ২০১০ সালে অধিনায়ক হওয়ার পর আশায় ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে। মিসবাহ বলেছেন, ‘৭ থেকে ৮ বছর ধরে এটা হয়নি। আমি কিন্তু ভারতে খেলেছি এবং জানি সেখানকার মানুষ চায় দুই দল একে অপরের সঙ্গে নিয়মিত খেলুক।’

ভারতের বিপক্ষে ষথেস্ট সিরিজ খেলতে পারলে ক্যারিয়ারটা পুরোপুরি সমৃদ্ধ হতো বলছেন মিসবাহ। তার বিশ্বাস পরিস্থিতির উন্নতি হলে শিগগিরই বহুল আকাঙ্ক্ষিত এ দ্বিপাক্ষিক সিরিজ হবে। তিনি বলেছেন, ‘আমি আশা করি দুই দেশের ক্রিকেট দলের লড়াই শিগগিরই শুরু হবে। আমার ক্যারিয়ারে আমি অনেক অর্জন করেছি। এ কারণে ২০১২ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলাম এবং এর পর ২০১৫ সালের বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে। সব কিছু ভেবে এখন আমার মনে হচ্ছে টেস্ট থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়।’

আরও কিছু আকাঙ্ক্ষা পূরণ হয়নি মিসবাহর ক্যারিয়ারে, ‘২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপ জিততে না পারাও আমার ক্যারিয়ারের অপূরণীয় আকাঙ্ক্ষা।’ ২০১১ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল পাকিস্তান, অবশ্য ওই সময় দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। পরের বিশ্বকাপে মিসবাহ দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে পেরেছিলেন। অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
শান্ত-লিটনদের ব্যাটিং দেখে ভয় হচ্ছে বিসিবি সভাপতির
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র