X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভালো খেলেই দলে জায়গা করে নিতে চাই: নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২২:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২২:০৭

ভালো খেলেই দলে জায়গা করে নিতে চাই: নাসির দীর্ঘ দিন পর স্কোয়াডে সুযোগ পেলেন ফিনিশার খ্যাত নাসির হোসেন। তবে ত্রি-দেশীয় সিরিজে ফিরলেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি তাকে। প্রায় ৬ মাস পর ফেরায় অনুভূতিটা এভাবেই ব্যক্ত করলেন নাসির, ‘এটা আসলে বলা কঠিন। কারণ আমি চেষ্টা করছি দলে ফেরার জন্য। যারা আমাকে নির্বাচন করেছেন, তাদেরকে ধন্যবাদ। কারণ তারা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি সব সময়ই চেষ্টা করেছি পারফর্ম করতে। যখনই যেখানে সুযোগ পেয়েছি পারফর্ম করতে চেয়েছি। তবে এখন সুযোগ পাওয়াই শেষ কথা নয়। আসল কাজ হলো সেখানে গিয়ে পারফর্ম করা।’

বেশ কিছুদিন ধরে নাসির হোসেনের দলে না থাকায় সৃষ্টি হয়েছিল বিস্ময়। এমনকি ভক্তদের কাছে এখনও প্রত্যাশিত একটি নাম এই নাসির হোসেন। সেই ভক্তদের এমন চাওয়া আলাদা কোনও চাপ তৈরি করে কিনা জানতে চাইলে বিষয়টি এভাবেই স্বীকার করে নেন তিনি, ‘এটা চাপ তৈরি করে হয়তো। সঙ্গে অনেক আত্মবিশ্বাসও দেয়। এতে জানা যায় যে মানুষ আমাকে পছন্দ করে, আমার জন্য দোয়া করে। এটা আমার জন্য বড় পাওয়া। সবাই যে আমাকে ভালোবাসে, উঠতে বসতে এর প্রমাণ পাই। সবাই দেখা হলে বলে যে তারা আমার জন্য দোয়া করেন। এটা অনেক বড় পাওয়া। ’

আপাতত দলের বাইরে থাকলেও ব্যাটিং কৌশল নিয়ে বাড়তি কাজ করে যাচ্ছেন নাসির। খেলেছেন ইমার্জিং কাপেও। সেই পারফরম্যান্সেই দলে ডাক পেয়েছেন বলে মনে করেন তিনি, ‘দলের বাইরে থাকলেও অনেকগুলো ম্যাচ খেলেছি। চার দিনের ম্যাচ খেলেছি। ইমার্জিং কাপ খেলেছি। অনুশীলনও করেছি। আমার মনে হয় এখন তারই পুরস্কার পাচ্ছি। ’

স্কোয়াডে স্থান পেলেও এবার নাসিরকে জায়গা পেতে হবে একাদশে। সেই সুযোগ পাওয়াটা কতটুকু চ্যালেঞ্জের এমন প্রশ্নের উত্তরে নাসির, ‘সেটা নিয়ে চিন্তা করছি না। আর কারা একই ধরনের সেটা নিয়েও চিন্তা করছি না। আমার মনে হয় সবাই বাংলাদেশ দলে খেলে। বড় কথা হলো— সুযোগ এলে ভালো খেলার চেষ্টা করবো। ভালো খেলেই দলে জায়গা করে নিতে চাই।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ