X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘তিন মোড়ল’ আর থাকল না ক্রিকেট বিশ্বে

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ১৮:২২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৯:২২

দুবাইয়ে আইসিসির সভা অর্থের ভাগাভাগি নিয়ে নতুন মডেলে যাত্রা শুরু করেছিল আইসিসি। রাজস্ব ভাগের বেশি কে পাবে, এ নিয়ে একজোট হয়েছিল তিন ‘মোড়ল’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তিন বছর আগে একজোট হওয়া সেই ‘মোড়লগিরি’র অবশেষে অবসান হলো। বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত হেরেই গেলো বিসিসিআই। দুবাইয়ে আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালনা ও অর্থ সংক্রান্ত নতুন মডেলে রাজস্ব ভাগাভাগির বিষয়টি পাস হয়েছে ১৩-১ ভোটে।

এই পরিবর্তনের ফলে ৮ বছর চক্রে ভারতীয় ক্রিকেট বোর্ড পাবে ২৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আরেক ‘মোড়ল’ ইংল্যান্ড পাবে ১৪ কোটি ৩০ লাখ ডলার। জিম্বাবুয়ে ৯ কোটি ৪০ লাখ এবং বাকি সাত পূর্ণ সদস্য পাবে ১৩ কোটি ২০ লাখ ডলার করে। মানে বাংলাদেশ নতুন কাঠামো থেকে পাচ্ছে ১৩ কোটি ২০ লাখ ডলার। সহযোগী সদস্যদের জন্য ফান্ডে থাকবে ২৮ কোটি ডলার। 

ভারত অবশ্য এর চেয়ে অনেক বেশি ৫৭ কোটি ডলার দাবি করেছিল। কিন্তু শশাঙ্ক মনোহরের অধীনে নতুন করে আনা প্রস্তাবে তাতে পাত্তা পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়ে মডেলে প্রাপ্ত অর্থ থেকে কিছু বাড়িয়েই দিচ্ছে আইসিসি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এর আগে পূর্ণ সদস্যদের পাল্টা প্রস্তাব দিয়েছিল নিজেদের স্বার্থ রক্ষা করতেই। আর সেটা ছিল নতুন মডেল অনুসারে প্রত্যেক সদস্য সেই অর্থই পাবে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড পাবে ৫৭ কোটি ডলার! কিন্তু সেখানেও বেশির ভাগ বোর্ডকে পাশে পায়নি বিসিসিআই। শুধু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছিল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।

দুবাইয়ে ৫ দিনের বোর্ড ও কমিটির সভার পরই সিদ্ধান্তগুলো আলোর মুখ দেখে। যেখানে সংস্কার আনা গঠনতন্ত্র পাস হয় ১২-১ ভোটে। যদিও প্রস্তাবগুলো পুরোপুরি কার্যকর হতে অপেক্ষায় থাকতে হবে জুনের আইসিসির পূর্ণ কাউন্সিল পর্যন্ত।

এছাড়া নতুন করে আনা সংস্কার প্রস্তাবে পাস হওয়া বিষয়টির মধ্যে একটি হলো, ডেপুটি চেয়ারম্যান হিসেবে থাকবেন একজন। তিনি চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার দায়িত্বগুলো পালন করতে পারবেন। এছাড়া স্বাধীনভাবে নির্বাচিত একজন নতুন নারী পরিচালকও আইসিসি বোর্ডে যুক্ত হবেন।–ক্রিকইনফো।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ