X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভারতকে হারানোর সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিও জিততে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৭, ১২:২৩আপডেট : ২১ মে ২০১৭, ১২:২৮

ভারতকে হারানোর সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিও জিততে চায় পাকিস্তান ক্রিকেট বিশ্বের যে প্রান্তেই খেলাটা হোক না কেন, উত্তেজনা থাকে একই। ইংল্যান্ডে যখন আরেকবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, তখন আরও একবার উত্তেজনার সাগরে ভেসে যাবে ক্রিকেট রোমান্টিকরা। গোটা ক্রিকেট বিশ্বের মতো ম্যাচটির জন্য মুখিয়ে আছেন ইনজামাম-উল-হকও। তবে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক এই অধিনায়ক শুধুমাত্র এই ম্যাচের দিকে তাকিয়ে নেই, গোটা টুর্নামেন্টেই নজর তার। শিরোপা জেতার স্বপ্নটাও যে বাসা বেঁধেছে ইনজামামের মনে।

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেক দিন। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাকর দ্বৈরথের জন্য অপেক্ষায় থাকতে হয় আইসিসির কোনও টুর্নামেন্টের জন্য। অপেক্ষার সেই প্রহর শেষ হচ্ছে ৪ জুন। বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে ভারত-পাকিস্তান। ওই ম্যাচে নিশ্চিতভাবেই জয় চান ইনজামাম, তবে তার চিন্তা-চেতনা আরও অনেক দূর। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেছেন, ‘শুধু ভারতকে হারানোর জন্য আমরা ইংল্যান্ডে যাচ্ছি না। আমাদের প্রধান লক্ষ্য হলো শিরোপা জয়।’

২০০৪ সালে এই এজবাস্টনেই দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফির সেই লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল ইনজামামের দল। সেদিন ছিলেন অধিনায়কের ভূমিকায়, আর এবার প্রধান নির্বাচকের দায়িত্বে। সময় ও পরিস্থিতি ভিন্ন হলেও ভারতকে হারানোর বিশ্বাস আছে তার মনে, ‘আমরা আবার জিতব (ভারতের বিপক্ষে)।’ এনডিটিভি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ