X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘জীবন’ পাওয়া ল্যাথামের হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৬:৫০আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:০১

টম ল্যাথাম জিতলেই র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান- নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল এই সমীকরণ। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রাপ্তির খাতায় বড় এই অর্জন যোগ করার মিশনে ডাবলিনে নেমেছে বাংলাদেশ। টাইগাররা টস জিতে ফিল্ডিং নেওয়ায় ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের স্কোর ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান।

রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন টম ল্যাথাম। যদিও ভাগ্য সহায় হওয়ায় ইনিংসের তৃতীয় বলে বেঁচে যান নাসির হোসেন ক্যাচ মিস করায়। নতুন ‘জীবন’ পেয়ে ইনিংস লম্বা করে নিয়ে যাচ্ছেন এই ওপেনার। ইতিমধ্যে পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই টাইগারদের উইকেট এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারের স্লোয়ারে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার লুক রঞ্চি। প্রথম উইকেটটা পেয়ে যেতে পারতেন মাশরাফি, পাননি নাসির হোসেন ক্যাচ মিস করায়। সাকিব অবশ্য ভুল করেননি। মুস্তাফিজের স্লোয়ারে বোকা বনে গিয়ে রঞ্চি বল মারেন উড়িয়ে, বৃত্তের ভেতর থেকে বল তালুবন্দি করতে সমস্যা হয়নি সাকিবের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন নাসির হোসেন। সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের আগের পাঁচ ম্যাচে যারাই টস জিতেছে, নিয়েছে ফিল্ডিং। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও নিয়েছেন একই সিদ্ধান্ত। চ্যাম্পিয়নস ট্রফির আগের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিংয়ের। ডাবলিনের এই ম্যাচটি জিতলে আবার র‌্যাংকিংয়ে সাত থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই এই কারণেও গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন নাসির। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সিরিজে বাইরে থাকার পর আবার সুযোগ মেলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে গেছেন তিনি। বাংলাদেশের একাদশে বদল এই একটিই।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : লুক রঞ্চি, টম ল্যাথাম, নাইল ব্রুম, রস টেলর, কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, জেমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতেন প্যাটেল।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার