X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সেই নাসিরই ফেরালেন ল্যাথামকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৭:৩৭আপডেট : ২৪ মে ২০১৭, ১৭:৫৮

নাসির হোসেন জিতলেই র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান- নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল এই সমীকরণ। চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রাপ্তির খাতায় বড় এই অর্জন যোগ করার মিশনে ডাবলিনে নেমেছে বাংলাদেশ। টাইগাররা টস জিতে ফিল্ডিং নেওয়ায় ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের স্কোর ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরায় চাপটা এমনিতেই বেশি ছিল নাসির হোসেনের ওপর। সেটা আরও বেড়ে যায় শুরুতে টম ল্যাথামের ক্যাচ মিস করলে। বোলিংয়েও সুবিধা করতে পারছিলেন না তিনি। অতঃপর ফিরলেন তিনি স্বরূপে, বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন নাসিরই। হাফসেঞ্চুরি করে বিধ্বংসী হয়ে ওঠা নাইল ব্রুমকে ফিরিয়েছেন তিনি মাশরাফির হাতে ক্যাচ বানিয়ে। স্কয়ার লেগে মাশরাফির হাতে ধরা পড়ার আগে ব্রুম খেলেন ৭৬ বলে ৬৩ রানের ইনিংস।

এখানেই থামেননি এই অলরাউন্ডার; ইনিংসের তৃতীয় বলে যার ক্যাচ ছেড়েছিলেন, সেই ল্যাথামকে বোল্ড করে ফিরেছেন তিনিই। ব্রুমকে আউট করার পরের ওভারে এসে প্যাভিলিয়নে ফেরত পাঠান সেট ব্যাটসম্যান ল্যাথামকে। দুইবার ‘জীবন’ পাওয়ার সুবিধা কাজে লাগিয়ে হাফসেঞ্চুরি পূরণ করে এই ওপেনার এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেও। কিন্তু বোল্ড হয়ে গেলে থেমে যায় তার ৮৪ রানের ইনিংস। ৯২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১১ বাউন্ডারিতে।
অথ্চ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন ল্যাথাম। যদিও ভাগ্য সহায় হওয়ায় ইনিংসের তৃতীয় বলে বেঁচে যান নাসির ক্যাচ মিস করায়। নতুন ‘জীবন’ পেয়ে ইনিংস লম্বা করে পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই টাইগারদের উইকেট এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারের স্লোয়ারে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার লুক রঞ্চি। প্রথম উইকেটটা পেয়ে যেতে পারতেন মাশরাফি, পাননি নাসির হোসেন ক্যাচ মিস করায়। সাকিব অবশ্য ভুল করেননি। মুস্তাফিজের স্লোয়ারে বোকা বনে গিয়ে রঞ্চি বল মারেন উড়িয়ে, বৃত্তের ভেতর থেকে বল তালুবন্দি করতে সমস্যা হয়নি সাকিবের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন নাসির হোসেন। সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের আগের পাঁচ ম্যাচে যারাই টস জিতেছে, নিয়েছে ফিল্ডিং। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও নিয়েছেন একই সিদ্ধান্ত। চ্যাম্পিয়নস ট্রফির আগের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিংয়ের। ডাবলিনের এই ম্যাচটি জিতলে আবার র‌্যাংকিংয়ে সাত থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই এই কারণেও গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন নাসির। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সিরিজে বাইরে থাকার পর আবার সুযোগ মেলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে গেছেন তিনি। বাংলাদেশের একাদশে বদল এই একটিই।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : লুক রঞ্চি, টম ল্যাথাম, নাইল ব্রুম, রস টেলর, কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, জেমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতেন প্যাটেল।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ