X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চান্ডিমাল বাদ

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৭, ১৭:০৬আপডেট : ২৮ জুন ২০১৭, ১৭:২৩

দিনেশ চান্ডিমাল সময়টা একেবারেই ভালো কাটছে না দিনেশ চান্ডিমালের। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ইনিংসে করেছিলেন মোটে ১২ রান। বাজে পারফরম্যান্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে জায়গা পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে প্রথমবারের মতো জাতীয় দলের দরজা খুলে গেছে ১৯ বছর বয়সী স্পিনার ওয়ানিদু হাসারঙ্গা।

২০১৬ সালে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার ছিলেন চান্ডিমাল। ৫৯.৬৩ গড়ে করেছিলেন ৬৫৬ রান। যদিও ২০১৭ সালে এসে পারফরম্যান্সের গ্রাফ শুধু নামছেই তার, ২২.২৫ গড়ে করেছেন ১৭৮ রান। চ্যাম্পিয়নস ট্রফিতে কাটিয়েছেন আরও খারাপ সময়। নির্বাচকদের নজরে তাই উপেক্ষিত থেকে গেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। অবশ্য ‘চান্ডিমাল যে একেবারে দল থেকে বাইরে চলে গেছে, বিষয়টা এমন নয়’ বলে জানিয়েছেন ম্যানেজার ও নির্বাচক অসঙ্কা গুরুসিংহা। তিনি জানিয়েছেন, প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন তারা, সিরিজের বাকি ম্যাচগুলোতে ফিরতে পারেন এই ব্যাটসম্যান।

প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যে দলে স্পিনার আকিলা ধনাঞ্জয়া ও পেসার লাহিরু মধুশঙ্কার সঙ্গে ডাক পেয়েছেন দুষ্মন্ত চামিরা। ২০১৬ সালের ডিসেম্বরের পর এই পেসার খেলেননি আন্তর্জাতিক ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ক্রিকইনফো

শ্রীলঙ্কার প্রথম দুই ওয়ানডের স্কোয়াড : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবিলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, অসেলা গুনারত্নে, ওয়ানিদু হাসারঙ্গা, লাকশান সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু মধুশঙ্কা।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার