X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কালই আবার অনুশীলনে ফিরছেন মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৩:২৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৩:২৯

একদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা (১) বৃষ্টিতে ভেসে গেছে প্রস্তুতি ম্যাচের শেষ দিন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তিন দিনের ম্যাচটি তাই পুরোপুরি কাজে লাগাতে পারেননি তামিম-মুশফিকরা। তাই ঢাকায় ফিরে কালই (রবিবার) আবার অনুশীলনে নেমে পড়ছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে প্রস্তুতিতে কোনও রকম ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার রাতে ঢাকায় ফিরে একদিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের এই বিশ্রাম শেষে রবিবার থেকে ফের শুরু হবে অনুশীলন। এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে আরও একটি তিন দিনের ম্যাচ খেলবে মুশফিকরা। ১৬ থেকে ১৭ আগস্ট হবে ম্যাচটি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত থাকায় সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রথম প্রস্তুতি ম্যাচে ছিলেন না। তবে আাগামী বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে তাদের খেলার সম্ভাবনা রয়েছে। আজই (শনিবার) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার কথা বাংলাদেশের এই দুই ক্রিকেটারের।

একদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা (২) নতুন মৌসুম শুরু হওয়ার আগে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছিল ফিটনেস ক্যাম্পের মাধ্যমে। প্রায় তিন সপ্তাহ ফিটনেস ট্রেনিং শেষে শুরু হয় স্কিল ট্রেনিং। নিবিড় অনুশীলনের জন্য বাংলাদেশ দল গত ৪ অগাস্ট গিয়েছিল চট্টগ্রামে, সেখানে প্রথম তিন দিন কঠোর অনুশীলন করে বাংলাদেশ। মূল স্টেডিয়াম ছাড়াও ইনডোরে হয়েছে ব্যাটিং-বোলিং অনুশীলন।

অনুশীলন শেষে বুধবার থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় মুশফিক ও তামিমকে অধিনায়ক করে গড়া দুই দল। শেষ দিনে বৃষ্টি বাগড়া না দিলে ব্যাট-বলের প্রস্তুতিটা আরও ভালো হতে পারতো। এরপরও যতটুকু হয়েছে, তাতে সন্তুষ্ট খেলোয়াড়রা।

সব মিলিয়ে ১২২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছেন ব্যাটসম্যানরা। আর সেখানে আলো ছড়িয়েছেন মুমিনুল হক, নাসির হোসেন ও তানভীর হায়দার। অন্যদিকে বল হাতে সাফল্য পেয়েছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাকলাইন সজীব ও তাইজুল ইসলাম। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে চট্টগ্রামে করা এই ক্যাম্প টাইগারদের কাজে দেবে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

একদিন বিশ্রাম নিয়েই অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা (১) এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ