X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাটকে জাতীয় দলে ফেরাতে পাকিস্তানের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১

বাটকে জাতীয় দলে ফেরাতে পাকিস্তানের পরিকল্পনা জাতীয় দলে সালমান বাটকে ফেরানোর পরিকল্পনা করছে পাকিস্তানের নির্বাচকরা। স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটানোর পর ঘরোয়া পারফরম্যান্স দিয়ে তাদের মুগ্ধ করেছেন তিনি। পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে এবার শেষ ধাপ পেরোতে হবে বাটকে। পাকিস্তানের ‘এ’ দলে তাকে রাখার চিন্তা করছে নির্বাচক কমিটি।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেছেন, ‘ক্রিকেটে ফেরার পর সে খুব ভালো খেলছে এবং আমরা তাকে নিয়ে ভাবছি। আমাদের হাই পারফরম্যান্স ক্যাম্পে সে ছিল এবং ‍অসাধারণ করেছে। পাঁচ বছর খেলার বাইরে থাকার পর একজন খেলোয়াড়ের এমন ফিটনেস দেখতে খুব ভালো লাগে। জাতীয় দলে ডাক পাওয়ার সব পরীক্ষা সে সফলভাবে দিয়েছে। আমরা তাকে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাব না। আমরা চেষ্টা করব তাকে ‘এ’ দলে প্রথমে খেলানোর, সেখান থেকে তাকে ডাকা হতে পারে।’

গত বছরের জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন বাট। প্রত্যাবর্তনের ম্যাচে জাতীয় ওয়ানডে কাপে সেঞ্চুরি করেন তিনি। ৫৩৬ রান করে প্রতিযোগিতার দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান ছিলেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। এরপর প্রথম শ্রেণীর দল ওয়াটার এন্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিকে নেতৃত্ব দেন কায়েদ-ই-আজম ট্রফিতে। ফাইনালে জোড়া সেঞ্চুরি করে তিনি শেষ করেছেন ৭৪১ রানে। গত বছরের জাতীয় টি-টোয়েন্টি কাপেও দ্বিতীয় শীর্ষ ব্যাটসম্যান ছিলেন, ৭০ গড়ে ৩৫০ রান করেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম