X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাতীয় লিগে বৃষ্টির বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৭

জাতীয় লিগে বৃষ্টির বাধা আবারও বৃষ্টির বাধায় পড়েছে জাতীয় ক্রিকেট লিগ। তৃতীয় রাউন্ডের প্রথম দিনে দুটো ম্যাচ শুরুই হয়নি বৃষ্টির বাগড়ায়। বরিশাল-রংপুর ও সিলেট-চট্টগ্রামের ম্যাচ দুটিতে টস হয়নি। ঢাকা-খুলনা ও রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচ দুটি শুরু হলেও পুরো ওভার খেলা হয়নি বৃষ্টির কারণে।

ঢাকা বিভাগ-খুলনা বিভাগ:

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা বিভাগ খুব একটা স্বস্তিতে নেই দিন শেষে। খুলনার আল-আমিন হোসেন ও মেহেদী হাসানের বোলিংয়ের সামনে প্রথম দিন শেষ করেছে তারা ৪ উইকেটে ১৩২ রানে।

প্রথম স্তরের এই ম্যাচে বল হাতে শুরুতেই ঢাকাকে চেপে ধরে খুলনা। রানের খাতা খোলার আগেই তারা ফেরায় ওপেনার আব্দুল মজিদকে। শুরুও ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগে আবার ঢাকা হারায় আরেক ওপেনার রনি তালুকদারের উইকেটটি। পরে অবশ্য জাহিদুজ্জামান ও রকিবুল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল ঢাকা। জাহিদ ৩০ ও রকিবুল ২১ রান করে আউট হওয়ার পর দিনের বাকিটা কাটিয়ে দিয়েছেন শুভাগত হোম (৪১*) ও তাইবুর রহমান (২৫*)।

খুলনার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আল-আমিন ও মেহেদী।

রাজশাহী বিভাগ-ঢাকা মেট্রো:

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চাপে রয়েছে রাজশাহী। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিন শেষ করেছে তারা ৪ উইকেটে ১১৪ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ওপর ঝড় তোলেন ঢাকা মেট্রোর পেসার ডলার মাহমুদ। প্রথম তিনটি উইকেটেই তার। শুরুটা করেছিলেন মাইশুকুর রহমানকে দিয়ে। ১ রান করা এই ওপেনারকে উইকেটরক্ষক জাবিদ হোসেনের গ্ল্যাভসবন্দী করান ডলার। ঢাকা মেট্রো ওই ধাক্কা সামলে ওঠার আগে আবারও আঘাত এই পেসারের। এবার তিনি ফেরান নাজমুল হোসেন শান্তকে (১)।

আরেক ওপেনার মিজানুর রহমান অবশ্য জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে কাটিয়ে উঠেন প্রাথমিক চাপ। হাফসেঞ্চুরিও পূরণ করেন মিজানুর, তবে বেশি দূর যেতে পারেননি। ডলারের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৫৬ রান করে। অধিনায়ক ফরহাদ হোসেন আউট হন ১৫ রানে। এরপর দিনের বাকিটা পার করে দিয়েছেন জুনায়েদ (২৯*) ও ফরহাদ রেজা (৭*)।

প্রথম দিনে ঢাকা মেট্রোর সফল বোলার ডলার ৩০ রানে পেয়েছেন ৩ উইকেট। বাকি উইকেটটি আবু হায়দারের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ