X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

লড়াই করতে পারবে টাইগাররা?

আসিফ আহমেদ
০৬ অক্টোবর ২০১৭, ০৯:০১আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১২:০১

দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য যেন বিভীষিকা। জয় তো দূরের কথা, প্রোটিয়াদের মাটিতে টাইগারদের লড়াকু চেহারাই দেখা যায় না। আগের দুই সফরে প্রতিটি ম্যাচে হার মানা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম লজ্জাজনক অধ্যায়ের জন্মও সেখানে। ২০০৩ বিশ্বকাপে কানাডার মতো দলের কাছে হারের যন্ত্রণা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতেই। আগের চেয়ে অনেক পরিণত হলেও প্রথম টেস্টে বলতে গেলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ব্লুমফন্টেইনে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে লড়াই করতে পারবে তো? ‍উত্তর খোঁজা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটো থেকে।

গত এক দশকে টাইগারদের সাফল্যে বিশাল অবদান সাকিব আল হাসান আর তামিম ইকবালের। মাঠের বাইরে দুজনে যেমন ঘনিষ্ট বন্ধু, তেমনি মাঠেও লড়াকু যোদ্ধা। অথচ ব্লুমফন্টেইনে সাকিব-তামিমকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। টেস্ট সিরিজে বিশ্রাম নিয়েছেন সাকিব, আর তামিমকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছে পায়ের ইনজুরি। তামিমকে হারানোর হতাশা লুকিয়ে রাখতে পারেননি অধিনায়ক মুশফিকও, ‘একাদশে দলের সেরা খেলোয়াড়কে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা।’

চার বছর পর সাকিব-তামিমকে ছাড়া কোনও টেস্ট খেলছে টাইগাররা। দুই তারকার অনুপস্থিতির পাশাপাশি বাংলাদেশের জন্য আরেকটি আশঙ্কা, ব্লুমফন্টেইনের সবুজ উইকেট। পচেফস্ট্রুম টেস্টের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফাফ ডু প্লেসিস। এবার তাই সবুজ উইকেট দিয়ে অতিথিদের স্বাগত জানানোর পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার।

অবশ্য পেসবান্ধব পিচ যে বাংলাদেশের ‘সর্বনাশ’ করবে, আগে থেকে তা ভাবার কোনও কারণ নেই। রুবেল-মোস্তাফিজ-তাসকিন-শফিউলকে নিয়ে গড়া পেস আক্রমণকে হেলাফেলা করার উপায় নেই। বরং ব্যাটিং নিয়ে বেশি দুশ্চিন্তা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯০ রানে গুটিয়ে গেলেও প্রথম ইনিংসে ভালোই ব্যাটিং করেছিল টাইগাররা, মুমিনুল আর মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছিল দুটো চমৎকার ইনিংস। মুশফিক-তামিম-সাব্বিররা অবশ্য সম্ভাবনা জাগিয়েও ফিফটিতে পৌঁছাতে পারেননি।

বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা এখানেই, শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে না পারা। অনেক ‘গবেষণা’ করেও এই সমস্যা থেকে যে বেরিয়ে আসা যায়নি তার বড় প্রমাণ পচেফস্ট্রুম টেস্ট।

তবে পেছনের কথা মনে রেখে লাভ নেই। ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। মুশফিকও প্রথম টেস্টের দুঃসহ স্মৃতি মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। দ্বিতীয় টেস্টের আগে তার উপলব্ধি, ‘আমরা প্রথম টেস্ট বাজেভাবে হেরেছি, তবে আরেকটা সুযোগ আছে আমাদের।’

ব্লুমফন্টেইনে সত্যিই আরেকটি সুযোগ বাংলাদেশের সামনে। দক্ষিণ আফ্রিকায় নিজেদের প্রমাণ করার সুযোগ এবার কাজে লাগাতে পারবে টাইগাররা?

আরও পড়ুন- ‘ভুল শুধরে’ ভালো করার আশা মুশফিকের

/এএআর/আপ-এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ