X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

১১০ রানেই অলআউট বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১১

লিটন দাস বোল্ড, শুরু ব্যাটিং বিপর্যয়ের ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে শুক্রবার সকালটা শুরু করেছিল বাংলাদেশ। এক সেশনও পুরোটা খেলতে পারলো না তারা। ব্যাটিং বিপর্যয়ে অলআউট হলো ১১০ রানে। প্রথম ইনিংসে ২২২ রান করা শ্রীলঙ্কা ১১২ রানের লিড নিয়ে খেলবে দ্বিতীয় ইনিংস।

ঢাকা টেস্টে প্রথম দিন শেষ সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন তারা নেমেছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। কিন্তু ব্যর্থ স্বাগতিক ব্যাটসম্যানরা।

দ্বিতীয় দিনের পঞ্চম ওভারের শেষ বলে বিদায় নেন লিটন দাস। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৪ রানে খেলতে নেমেছিলেন। আগের দিনের সঙ্গে মাত্র একটি রান যোগ করতে পেরেছেন তিনি। তার ২৫ রানের ইনিংস সাজানো ৫৪ বলে, চার রয়েছে তিনটি। সুরাঙ্গা লাকমল বোল্ড করে ফেরান তাকে।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলীয় স্কোর একশ’ ছাড়ান মাহমুদউল্লাহ। কিন্তু ৩৪ রান যোগ করেই এ জুটি ভেঙে যায় আকিলার স্পিনে। শুরু হয় আরও বড় বিপর্যয়। মাত্র ৩ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

নিজের নবম ওভারে মাহমুদউল্লাহকে বোল্ড করে অভিষেক টেস্টে প্রথম উইকেট পান আকিলা। মোসাদ্দেক হোসেনের বদলে জায়গা পাওয়া সাব্বির রহমান ৩ বল খেলে রানের খাতা না খুলে ওই ওভারেই দিনেশ চান্ডিমালকে ক্যাচ দেন। পরের ওভারে আকিলাকে ফিরতি ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন আব্দুর রাজ্জাক। তিন বল পর তাইজুল ইসলামের ক্যাচ ধরতে পারেননি লঙ্কান এই অফস্পিনার।

অবশ্য তাইজুল পরের ওভারে হন রানআউট। পরের বলে মোস্তাফিজুর রহমান শূন্য রানে দিলরুয়ান পেরেরার এলবিডাব্লিউ হন। মিরাজ ৭৮ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন।

২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় দিন মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন আরও বিপর্যস্ত তারা।

লাকমল ও আকিলা তিনটি করে উইকেট নেন। দুটি পেয়েছেন পেরেরা।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’