X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কলকাতার টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ০০:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০০:০৩

কলকাতার জয়ের পথে রবিন উথাপ্পা খেলেছেন ৪৮ রানের ইনিংস আগের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে উড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দাপুটে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। বুধবার রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা।

ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি রাজস্থান। টস হেরে ব্যাটিং নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা স্কোরে জমা করে ১৬০ রান। এই লক্ষ্য ৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে টপকে যায় কলকাতা।

আগের ম্যাচে ব্যাট হাতে চমৎকার হাফসেঞ্চুরির জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন নিতিশ রানা। রাজস্থানের বিপক্ষে সেই তিনিই হয়ে উঠলেন বোলার। ২ ওভারে মাত্র ১১ রান খরচায় তার শিকার ২ উইকেট। রানার সঙ্গে টম কারানও ১৯ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। পিযূষ চাওলা (১/১৮) ও কুলদীপ যাদবের (১/২৩) নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ডি’আর্চি শর্ট। এই ওপেনার ৪৩ বলে করেন ৪৪ রান। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ বলে খেলে যান ৩৬ রানের ঝড়ো ইনিংস।

পরের দিকের ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। ভালো শুরুর পরও আউট হয়ে গিয়েছেন সঞ্জু স্যামসন (৭) ও বেন স্টোকস (১৪)। জস বাটলার অপরাজিত ছিলেন ১৮ বলে ২৪ রানে।

১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস লিনকে শুরুতে হারালেও কলকাতাকে চাপে পড়তে দেননি সুনিল নারিন ও রবিন উথাপ্পা। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৯ রান। নারিন ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান। আর উথাপ্পা ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় খেলেছেন ৪৮ রানের ইনিংস।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে কলকাতার টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেন অধিনায়ক দিনেশ কার্তিক (২৩ বলে ৪২*) ও নিতিশ রানা (২৭ বলে ৩৫)। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে